বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : জাপানের টয়োটার তৈরি সাত সিটের গাড়ি কিনতে চান? তবে কিনতে পারেন টয়োটা রুমিয়ন। এটি একটি সেভেন সিটার গাড়ি।
ফ্যামিলি কারের বাজারে নতুন চার চাকা টয়োটা রুমিয়ন। যা মারুতির সঙ্গে হাত মিলিয়ে বাজারে এনেছে জাপানি সংস্থাটি। মারুতি সুজুকি এরটিগার অন্যতম বিকল্প হয়ে উঠেছে এই চার চাকা। এই গাড়ির সিএনজি ভ্যারিয়েন্টও রয়েছে বাজারে। কিন্তু, এই গাড়ি কিনতে চাইলে অপেক্ষা করতে হবে ৩২ সপ্তাহ। জেনে নিন গাড়ির ওয়েটিং পিরিয়ড।
মারুতি সুজুকি এরটিগার অন্যতম বিকল্প টয়োটা রুমিয়ন। এই গাড়িটি মারুতি সুজুকির সঙ্গে হাত মিলিয়ে ভারতে এনেছে সংস্থা। লঞ্চ হওয়ার পর থেকেই ভালো সাড়া ফেলেছে এই গাড়ি। যে কারণে টয়োটা রুমিয়নের ওয়েটিং পিরিয়ডও বৃদ্ধি পেয়েছে। এই গাড়ি কিনতে চাইলে কয়েক মাস অপেক্ষা করতে হবে আপনাকে।
টয়োটা রুমিয়ন গড়িয়ে ওয়েটিং পিরিয়ড রয়েছে ২৮ থেকে ৩২ সপ্তাহ। বুকিংয়ের পর থেকে অন্তত ৭ মাস অপেক্ষা করতে হবে আপনাকে। এই গাড়ি ভারতে পেট্রোল ইঞ্জিনের সঙ্গে সিএনজি ভ্যারিয়েন্টও বিক্রি হয়। তবে খবর পাওয়া যাচ্ছে, টয়োটা রুমিওন সিএনজি গাড়ির বুকিং আপাতত স্থগিত রেখেছে সংস্থা। এই গাড়ি বুকিং করতে গেলে হতাশ হতে পারেন আপনি।
টয়োটা রুমিওনে পাবেন ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন যা সর্বাধিক ১০৩ হর্সপাওয়ার এবং ১৩৬ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। গাড়ির সিএনজি মোডে সর্বোচ্চ ৮৭ হর্সপাওয়ার এবং ১২১ এনএম টর্ক শক্তি উৎপন্ন হয়। গাড়িতে রয়েছে স্ট্যান্ডার্ড ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন ও ৬ স্পিড টর্ক কনভার্টার।
টয়োটা রুমিয়ন একটি মাল্টি পারপোজ ভেহিকেল যার দাম ভারতে ১০.৪৪ লাখ টাকা থেকে ১৩.৭৩ লাখ টাকা (এক্স-শোরুম)। এই গাড়ির বিকল্প রয়েছে মারুতি সুজুকি এরটিগা এবং কিয়া ক্যারেন্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।