জুমবাংলা ডেস্ক : রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার ক্রেন থেকে ছিটকে পড়ে প্রাইভেটকারে থাকা চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তরা-গাজীপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। যার প্রভাব পড়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রায় সব সড়কে। এতে আজ সোমবার সন্ধ্যার আগে থেকে রাজধানীজুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট।
আজ সন্ধ্যায় রাজধানীর মহাখালী, বাডডা, বনানী, বিমানবন্দর ও উত্তরা এলাকায় যানজট দেখা গেছে। বেশি দুর্ভোগ দেখা গিয়েছে, বিমানবন্দরগামী যাত্রীদের।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) বদরুল আহসান বলেন, উত্তরা জসীম উদ্দীন এলাকা থেকে দুর্ঘটনাস্থল পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। এ কারণে ওই যানজটের সৃষ্টি হয়েছে।যার প্রভাব অন্য এলাকাতেও পড়েছে।
উল্লেখ্য, আজ বিকেল সাড়ে ৪টার দিকে বিআরটি প্রকল্পের কাজ চলার সময় একটি গার্ডার প্রাইভেটকারের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে চারজন মারা যান। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন রুবেল হোসেন (৫০), ফাহিমা (৪২), ঝর্না (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। এ ঘটনায় রুবেলের ছেলে হৃদয় ও পুত্রবধূ রিয়া মনি গুরুতর আহত হন।
প্রাইভেটকারটিতে থাকলেও ভাগ্যক্রমে প্রাণে বাঁচলেন শুধু নবদম্পতি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।