Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : দিন কিংবা রাত, রোদ হোক বা বৃষ্টি সড়কে দায়িত্ব পালন করতে হয় ট্রাফিক পুলিশকে। এবার তাদের কষ্ট কমাতে অভিনব উদ্যোগ নিয়েছে ভারতের গুজরাটের আহমেদাবাদ সিটি ট্রাফিক বিভাগ।
শহরটিতে ট্রাফিক পুলিশদের সুবিধার্থে পরীক্ষামূলকভাবে এসি হেলমেট ব্যবহার শুরু হয়েছে। যা মাথা ঠান্ডা রাখতে দারুণ কাজ করছে। পাশাপাশি রোদ, বৃষ্টি, ধুলাবালি, ধোঁয়া থেকে মাথাকে রক্ষা করছে।
অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি একেকটি এসি হেলমেটের ওজন ৫০০ গ্রাম। চলে ব্যাটারির সাহায্যে। একবার চার্জে ৮ ঘণ্টা পর্যন্ত কাজ করে। ১০ আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে ৬ জন ট্রাফিক কনস্টেবলকে এসি হেলমেট দেওয়া হয়েছে।
সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।