বিনোদন ডেস্ক : অভিনয় ছেড়ে বই লেখায় মন দিয়েছিলেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী অক্ষয় ঘরণী টুইঙ্কেল খান্না। তার লেখা বইগুলো বেশ সমাদৃত। এবার ভারতের ট্রাফিক সিগন্যালে বই বিক্রি হতে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
বলিউডের প্রাক্তন অভিনেত্রী টুইঙ্কেল খান্না। তিনি রাজেশ খান্না ও ডিম্পল খান্নার বড় মেয়ে। সিনেমার পর্দায় না থাকলেও নানা খবরে মাঝে মধ্যেই তাকে খবরের শিরোনামে দেখা যায়। তবে, আর যাই হোক সুখেই সংসার করছেন অক্ষয় কুমারের সাথে।
২০১৫ সালে লেখিকা হিসাবে আত্মপ্রকাশ করেন টুইঙ্কেল। তার লেখা একাধিক বই ভারতের বাজারে যথেষ্ট সমাদৃত। সাধারণত নিজের লেখা বইয়ের পাইরেটেড কপি দেখলে লেখক কিছুটা বিব্রত বোধ করেন। কিংবা পাইরেসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু টুইঙ্কেল খান্নার ক্ষেত্রে ব্যাপারটা খানিক উল্টে গেলো।
মুম্বাইয়ের ট্রাফিক সিগন্যালে নিজের লেখা বইয়ের পাইরেটেড কপি বিক্রি হতে দেখে ক্ষোভ বা দুঃখ নয়, বরং উচ্ছ্বসিত টুইঙ্কেল। এদিন, ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন অক্ষয় ঘরণী। সেখানে দেখা যায় এক যুবক ‘মিসেস ফানিবোনস’-এর লেখা বইয়ের কপি বিক্রি করছে ট্রাফিক সিগন্যালে।
এই ছবির ক্যাপশনে টুইঙ্কেল লেখেন,’কী করে জানবেন আপনার বই ভালো চলছে? কিংবা বিক্রি বাজারে ভালো? সেলস ফিগারে নজর রাখতেই পারেন, আমাজন ব়্যাঙ্কিং, রিভিউস বা অ্যাওয়ার্ড-এ। কিন্তু প্রকৃত বেস্টসেলার হওয়ার অগ্নিপরীক্ষা কী জানেন? যখন আপনার বইয়ের পাইরেটেড ভার্সন ট্রাফিক সিগন্যালে বিক্রি হবে। এটা আমার জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত। আপনারা কোনটা পড়েছেন?’
ইন্সটায় শেয়ার করা ছবিটিতে টুইঙ্কেল খান্নার তিনটি বই ‘মিসেস ফানিবোনস’, ‘দ্য লেজেন্ড অফ লক্ষ্মী প্রসাদ’ এবং ‘পাজামাস আর ফর্গিভিং’- এর নকল কপি হাতে দেখা গিয়েছে ওই হকারকে।
১৯৯৫ সালে ‘বারসাত’ ছবির সঙ্গে বলিউড সফর শুরু করেছিলেন টুইঙ্কেল। তবে বলিউডে পায়ের মাটি শক্ত করতে পারেননি তিনি। ২০০১ সালে বলিউডকে বিদায় জানান শাহরুখের ‘বাদশা’ নায়িকা।
দীর্ঘসময় পর বলিউডেও কামব্যাক করেছেন টুইঙ্কেল, তবে অভিনেত্রী নয় প্রযোজক হিসাবে। অক্ষয়ের ‘প্যাডম্যান’ ছবির যৌথ প্রযোজক ছিলেন টুইঙ্কেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।