জুমবাংলা ডেস্ক: গাজীপুর জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোথাও কোনো যানজট নেই, রাস্তা ফাঁকা। মানুষ সুন্দরভাবে বাড়ি যাচ্ছে।
রবিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পুলিশ সুপার আরও বলেন, মহাসড়কে ৬০০ পুলিশ মাঠে কাজ করছে, যাতে যাত্রীদের কোনো দুর্ভোগ সৃষ্টি না হয়। ঈদের পরে যাতে সুন্দরভাবে কর্মস্থলে পৌঁছাতে পারে, সেজন্য পুলিশ মাঠে কাজ করবে।
গাজীপুর থেকে এবছর প্রায় ৬০ লাখ লোক উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় স্বাচ্ছন্দ্যে পৌঁছেছে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) গোলাম রাব্বানী সেখ, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) ডা. নন্দিতা মালাকার, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খানসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।