ট্রেলারে ঝড় তুললো আমির খানের ‘লাল সিং চাড্ডা’

লাল সিং চাড্ডা

বিনোদন ডেস্ক : অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। বলিউড অভিনেতা আমির খান তার বহুল আলোচিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’র ট্রেলার মুক্তি দিয়েছেন। গতকাল ২৯ মে আইপিএলের ফাইনাল ম্যাচের বিরতিতে প্রকাশ হয় ট্রেলারটি।

লাল সিং চাড্ডা

এসময় উপস্থিত ছিলেন আমির খান, কারিনা কাপুর খান, মোনা সিং এবং চৈতন্য আক্কিনেনিসহ সিনেমার টিমের অনেকে।

ট্রেলার প্রকাশ হতেই সেটি লুফে নিয়েছেন মিস্টার পারফেকশনিস্টের ভক্তরা। বুঝাই যাচ্ছে তারা বেশ খুশি। আর চলতি বছরের সবচেয়ে সফল সিনেমাগুলোর একটি হতে যাচ্ছে ‘লাল সিং চাড্ডা’।

নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন আমির খান। ভক্তরা যেন অনেকদিন পর প্রিয় অভিনেতাকে পর্দায় দেখতে পেয়ে উচ্ছ্বসিত। ট্রেলারে আমিরের সঙ্গে কারিনার কেমিস্ট্রিও মনে ধরেছে সবার। সিনেমাতে আমিরের মায়ের ভূমিকায় মোনা সিংকেও দুর্দান্ত অভিনয় করেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন।

প্রায় তিন মিনিটের ট্রেলারে দেখা যায়, একজন সাধারণ, নিরীহ শিশু আমির। পা অক্ষম বলে হাঁটতে কষ্ট হয় তার। অক্ষমতার জন্য তার পায়ে বন্ধনী পরা থাকতো। অলৌকিকভাবে একদিন পায়ের বন্ধনী ছাড়াই হাঁটতে পারে সে।

আলু ভাজার ২টি ভিন্ন রেসিপি

লাল চরিত্রের আমির একসময় ভারতীয় সেনাবাহিনীতেও যোগ দেয়। সে হয়ে উঠে একজন বীর। ১১ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমা ‘লাল সিং চাড্ডা’।