বিনোদন ডেস্ক : প্রকাশ হলো ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ওপেনহেইমার’-এর ট্রেলার। জে. রবার্ট ওপেনহাইমারের জীবনী এবং বিশ্ব-পরিবর্তনকারী ‘পারমাণবিক বোমা’ সৃষ্টির গল্প নিয়ে নির্মিত সিনেমাটি।
তিন মিনিটের ট্রেলারটি প্রকাশের পরপরই বেশ প্রশংসিত হচ্ছে। সিনেমাটির সাথে সংযুক্ত প্রধান নামগুলোর আভাস দেওয়া হয়েছে ট্রেলারে। সেই সাথে কিছু বিশ্ব ব্যক্তিত্ব, যেমন আলবার্ট আইনস্টাইনের চরিত্রের এক ঝলক দেখা গেছে। ‘ওপেনহেইমার’ পারমাণবিক বোমার বিপ্লবী সৃষ্টি এবং এর উৎক্ষেপণের পরের গল্প বলবে দর্শকদের।
ক্রিস্টোফার নোলানের সাম্প্রতিক কাজগুলোর মতোই ওপেনহাইমারেও বাস্তবিক শুটের ওপর ফোকাস করা হয়েছে। চলচ্চিত্র নির্মাতা পূর্বে ব্যাখ্যা করেছিলেন যে ফিল্মটিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের দৃশ্যে কম্পিউটার নির্মিত গ্রাফিক্স এড়িয়ে চলা হয়েছে। যা ট্রেলারে ভক্তদের রীতিমতো অবাক করেছে। টানটান উত্তেজনাপূর্ণ ট্রেলারটি সিনেমাটির প্রতি কৌতূহল বহুগুণে বাড়িয়ে দিয়েছে।
এর আগে নোলান বলেছিলেন, ‘আমি মনে করি কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার না করেই ট্রিনিটি পরীক্ষা (নিউ মেক্সিকোতে প্রথম পারমাণবিক অস্ত্র বিস্ফোরণ) পুনরায় তৈরি করা একটি বিশাল চ্যালেঞ্জ ছিল। আমরা দেখছিলাম যে কিভাবে আমরা ফিল্মের ভিজ্যুয়াল উপাদানগুলোকে কার্যত উপস্থাপন করতে পারি। কোয়ান্টাম গতিবিদ্যা এবং কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের প্রতিনিধিত্ব করা থেকে শুরু করে ট্রিনিটি পরীক্ষা পর্যন্ত, সব কিছুই ছিল ব্যাবহারিক কাজ।’
কাই বার্ড এবং মার্টিন জে শেরউইনের জীবনীমূলক বই ‘আমেরিকান প্রমিথিউস : দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে রবার্ট ওপেনহেইমার’-এর ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি। পুরস্কার বিজয়ী বইটি দুই দশকেরও বেশি গবেষণার পর ২০০৫ সালে প্রকাশিত হয়েছিল। জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীর গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি ঘিরে ইতিমধ্যে বিশ্বজুড়ে দারুণ আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মাঝে। জে. রবার্ট ওপেনহাইমার ছিলেন আমেরিকান তাত্ত্বিক পদার্থবিদ, যিনি পারমাণবিক বোমার জনক হিসেবে স্বীকৃত।
সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পুগ, রবার্ট ডাউনি জুনিয়র, ম্যাট ড্যামন, রামি মালেক, বেনি সাফডি, জোশ হার্টনেট, ডেন ডিহান, জ্যাক কায়েড, ম্যাথিউ মোডিন, ডিলান আর্নল্ড, ডেভিড ক্রুমহোল্টজ, অ্যালডেন ইহরেনরিচ, ডেভিড ডাস্টমালচিয়ান, অলি হায়াভি , জেসন ক্লার্ক, জেমস ডি’আর্সি, মাইকেল অ্যাঙ্গারানো, গাই বার্নেট, ড্যানি ডেফারারি, ম্যাথিয়াস শোয়েইফার, গ্যারি ওল্ডম্যান, হ্যারিসন গিলবার্টসন, এমা ডুমন্ট, ডেভন বোস্টিক, অলিভিয়া থার্লবি, ট্রন্ড ফাউসা, ক্রিস্টোফার ডেনহাম এবং জোশ জুকারম্যান।
সূত্র : ডেডলাইন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।