লাইফস্টাইল ডেস্ক : রেলে যাত্রার সময় ভুলেও সঙ্গে নেবেন না এই জিনিসগুলি। একবার ধরা পড়লেই জরিমানার সঙ্গে হতে পারে হাজতবাস। জানেন কী সেই জিনিস। ট্রেনে গ্যাস সিলিন্ডার, যেকোনও ধরনের দাহ্য রাসায়নিক, বাজি, অ্যাসিড, দুর্গন্ধযুক্ত জিনিসপত্র, চামড়া বা ভেজা চামড়া, তেল, গ্রিস, ঘি, প্যাকেজে আনা এই ধরনের জিনিস ছাড়াও অন্য বস্তুকে ফুটো করে দিতে পারে, এমন জিনিস বা পণ্য রেলে ভ্রমণের সময় নেওয়া উচিত নয়। এত আপনার সঙ্গে সঙ্গে যাত্রীদেরও ক্ষতির আশঙ্কা থাকে।
এই কাজ দণ্ডনীয় অপরাধ
সবথেক বড় বিষয়, রেলে ভ্রমণের সময় নিষিদ্ধ জিনিস বহন করাও একটি অপরাধ। যাত্রীরা যদি ভ্রমণের সময় এই নিষিদ্ধ জিনিসগুলিবহন করে থাকেন, তাহলে রেলওয়ে আইনের 164 ধারার অধীনে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
ট্রেনে লাগেজ বুকিংয়ের সুবিধা নিন
দেশে বেশি দূরত্বের ভ্রমণের জন্য রেলওয়ে সবসময়ই মানুষের বিশেষ পছন্দ। এর কারণ যাত্রীরা ফ্লাইটের থেকে ট্রেনে বেশি লাগেজ নিয়ে ভ্রমণ করতে পারেন। নিয়ম অনুসারে, ট্রেনে ভ্রমণের সময় লাগেজ বহন করার একটি সীমা আছে, তা সত্ত্বেও অনেক যাত্রী ট্রেনে খুব বেশি লাগেজ নিয়ে যাতায়াত করেন, যা অন্যান্য যাত্রীদের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। যে কারণে রেলওয়ে এই ধরনের যাত্রীদের জন্য লাগেজ বুকিং চালু করেছে।
ট্যুইটে কী বলেছে রেল ?
এই বিষয়ে রেল মন্ত্রক তার অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে টুইট করেছে। যেখানে ট্রেনে যাত্রার সময় অতিরিক্ত জিনিসপত্র নিয়ে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। রেল মন্ত্রক জানিয়েছে, লাগেজ বেশি হলে যাত্রার আনন্দ অর্ধেক হয়ে যাবে! বেশি মালপত্র নিয়ে ট্রেনে ভ্রমণ করবেন না। অতিরিক্ত লাগেজের ক্ষেত্রে, পার্সেল অফিসে যান ও লাগেজ বুক করুন।
কী রয়েছে রেলের নিয়মে ?
ভারতীয় রেলের নিয়ম বলছে, যাত্রীরা ট্রেনে ভ্রমণের সময় মাত্র 40 থেকে 70 কেজি লাগেজ বহন করতে পারেন। যদি কেউ এর থেকে বেশি লাগেজ ভ্রমণ করেন, তাহলে তাঁকে আলাদা ভাড়া দিতে হবে। রেলের কোচ অনুযায়ী যাত্রীদের লাগেজ নেওয়ার আলাদা নিয়ম রয়েছে। রেলওয়ের মতে, স্লিপার ক্লাসে যাত্রীরা ৪০ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারেন। পাশাপাশি এসি-টিয়ার পর্যন্ত ৫০ কেজি লাগেজ বহন করার ছাড় রয়েছে। যেখানে প্রথম শ্রেণির এসিতে যাত্রীরা 70 কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।