পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা, নিহত ১৫ জন

পাকিস্তান ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সিরহারি রেলওয়ে স্টেশনের কাছে হাজারা এক্সপ্রেসের প্রায় ১০টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও অনেকে।

পাকিস্তান ট্রেন

ট্রেনটি রবিবার করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। সিরহারি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডিভোর্সের ঝোঁক কার মধ্যে বেশি, নারীর নাকি পুরুষের?

জিও নিউজের প্রতিবেদনে জানা গেছে, পাকিস্তানের শাহজাদপুর ও নাওয়াবশা স্টেশনের মাঝামাঝি ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে উদ্ধারকারী দল। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে জরুরি বিভাগ। সূত্র: জিও নিউজ