জুমবাংলা ডেস্ক : ট্রেনে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে আসনবিহীন মাসিক টিকিটের ক্ষেত্রে ট্রেনের ভাড়া ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার রেল মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত উপসচিব তৌফিক ইমাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে ৩০টি একক যাত্রার সম্পূর্ণ ভাড়া ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে আসনবিহীন মাসিক টিকিট ইস্যু করার জন্য নির্দেশক্রমে অনুমোদন প্রদান করা হলো।
উল্লেখ্য, দৈনিক টিকিটের ক্ষেত্রে আগের সিদ্ধান্তই বহাল থাকবে। সেক্ষেত্রে টিকিটের যে ভাড়া সেটিই যাত্রীদের পরিশোধ করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।