ট্রেনের বগিতে ৫ অঙ্কের সংখ্যা কেন লেখা থাকে

ট্রেনের বগি

লাইফস্টাইল ডেস্ক : ভারতের মতো দেশের কোটি কোটি মানুষ রেল পরিষেবার ওপর নির্ভর করে থাকেন। যে কারণে এই রেল পরিষেবা ভারতীয়দের কাছে গণপরিবহনের মেরুদন্ড। ট্রেনের উপর নির্ভর করে প্রতিনিয়ত আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি। তবে ট্রেনের গায়ে এমন কিছু সাংকেতিক চিহ্ন থাকে, যা নিয়ে কৌতূহলের শেষ নেই।

ট্রেনের বগি

প্লাটফর্মে দাঁড়িয়ে, ট্রেনে যেতে যেতে অথবা ট্রেন পেরিয়ে যাওয়ার সময় আমরা নানান ধরনের সাংকেতিক চিহ্ন দেখে থাকি। অনেকেই এই সকল সাংকেতিক চিহ্নগুলির কারণ খুঁজতে থাকেন। সেই সকল কারণ যখন জানা যায় তখন তা বেশ অবাক করা। তবে এই সকল সাংকেতিক চিহ্ন অধিকাংশ ক্ষেত্রেই ট্রেনের লোকো পাইলটদের জন্য হয়ে থাকে, যাতে করে তারা ট্রেন চালানোর ক্ষেত্রে সুবিধা পান।

লক্ষ্য করা যায় প্রতিটি ট্রেনের বগি উপরে পাঁচ অঙ্কের সংখ্যা লেখা থাকে। এই পাঁচ অঙ্কের সংখ্যা কেবলমাত্র ট্রেনের বগি নম্বর এমনটা নয়। এই নম্বরের মধ্যেই অনেক তথ্য লুকিয়ে রয়েছে। এই সংখ্যা থেকে বোঝা যায় বগিটি কবে তৈরি করা হয়েছিল, সেটি কোন ধরনের বগি ইত্যাদি। প্রথম দুটি অংক থেকে বোঝা যায় বগিটি কবে তৈরি হয়েছে। শেষ তিনটি অঙ্ক দেখে বোঝা যায় এটি কোন ধরনের বগি।

ধরে নেওয়া যাক কোন ট্রেনের বগিতে যদি লেখা থাকে 98397। তাহলে বুঝে নিতে হবে এই ট্রেনের বগি তৈরি করা হয়েছে ১৯৯৮ সালে। শেষের তিনটি অংক অর্থাৎ ৩৯৭ দেখে ট্রেনের বগি কি ধরনের তা বোঝা যাবে। তবে কি ধরনের বগি তা বোঝার জন্য রেলের তরফ থেকে কষে যাওয়া একাধিক নম্বর মনে রাখতে হবে। এই বগিটি সেকেন্ড ক্লাস স্লিপার বগি।

ছাদের উপর টিপ টিপ বর্ষা পানি গানের সাথে অস্থির নাচ তরুণীর

যেমন 001-025 পর্যন্ত হলো AC First class। একইভাবে 026-050 হলো Composite 1AC + AC-2T, 051-100 হলো AC-2T, 101-150 হলো AC-3T, 151-200 হলো CC (AC Chair Car), 201-400 হলো SL (2nd Class Sleeper), 401-600 হলো GS (General 2nd Class), 601-700 হলো 2S (2nd Class Sitting/Jan Shatabdi Chair Class), 701-800 হলো Sitting Cum luggage Rake, 801+ হলো Pantry Car, Generator or Mail।