ট্রেনের ছাদে উঠতে মই ভাড়া ২০ টাকা

ট্রেনের ছাদে

জুমবাংলা ডেস্ক : ঈদকে ঘিরে ঘরে ফেরা মানুষের ঢল নেমেছে নারায়ণগঞ্জে। অবস্থা এমন যেকোনো মূল্যে ঈদের আগেই যেতে হবে বাড়ি।

ট্রেনের ছাদে

তাইতো জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে ঈদযাত্রা করছেন অনেকেই। ছাদে উঠে যাত্রা করা এসব যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ২০ টাকা করে আদায় করা হচ্ছে। তবে এ টাকা বাংলাদেশ রেলওয়ের পকেটে নয় বরং স্থানীয় বখাটেদের পকেটে ঢুকছে।

রবিবার (১ মে) দুপুরে শহরের চাষাঢ়া রেলস্টেশন এলাকায় ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

এ সময় স্থানীয় কয়েকজন বখাটেকে মই নিয়ে প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। মই দিয়ে যাত্রীদের ছাদে উঠিয়ে দেওয়ার বিনিময়ে জনপ্রতি ২০ টাকা করে আদায় করছেন তারা।

বড় ধরনের তথ্য চুরির তদন্তে কোকাকোলা

অন্যদিকে যাত্রীদের অতিরিক্ত চাপ হওয়ার কারণে এক রকম বাধ্য হয়েই ট্রেনের ছাদে বসে যাত্রা করছেন তারা।

যাত্রীরা জানান, ঢাকার রাস্তায় অনেক যানজট। বাসে গেলে অনেক সময় লাগে। ঝামেলাও অনেক পোহাতে হয়। তাই একটু কষ্ট করে হলেও ট্রেনে যাচ্ছি। অল্প সময়েই গন্তব্যে পৌঁছাতে পারবো। তবে স্টেশনের কেউ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।