বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার পর ত্রানকর্তা হয়ে অভিনেতার প্রাণ বাঁচিয়েছিলেন একজন অটোচালক। যার নাম ভজন সিং রানা।
আহত সাইফ আলি খানকে নিজের অটোতে বসিয়ে মাত্র দুই মিনিটে হাসপাতালে পৌঁছে দেন ঐ চালক। ইতোমধ্যে তার এই উপকারের জন্য পুরস্কার পেয়েছেন এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে। এবার ভজন সিংয়ের সঙ্গে দেখা করলেন অভিনেতা। কাঁধে হাত রেখে ছবি তুলেছেন। কী কথা হলো তাদের, জানিয়েছেন অটোচালক ভজন।
জানা গেছে, তাদের সাক্ষাৎ হয়েছে মঙ্গলবার (২১ জানুয়ারি)। সাইফের সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন ভজন। তিনি গিয়ে দেখেন, হাসপাতালের বিছানায় বসে আছেন সাইফ, বাড়ি ফেরার জন্য প্রস্তুত। হাসপাতালে ঢোকা মাত্রই সোজা তাকে নিয়ে যাওয়া হয় সাইফের কক্ষে। দরজা খুলে দেখেন বিছানায় বসে সাইফ।
ভজন বলেন, ‘ঘরে ঢুকে দেখলাম গোটা পরিবার সেখানে উপস্থিত। সবার চোখে-মুখে চিন্তার ছাপ। কিন্তু আমাকে ভীষণ সম্মান দিয়েছেন তারা। আমাকে ডেকেছেন, ভালো লেগেছে। তেমন কিছু না, একেবারেই সাধারণ সাক্ষাৎ। আমি তার জন্য আগেও প্রার্থনা করেছি, এখনও করবো।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাইফ আলি খানকে ছুরিকাঘাত করা হয়। তাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার দুটি অস্ত্রোপচার হয়। ছয়দিন পর হাসপাতাল থেকে মঙ্গলবার (২১ জানুয়ারি) বাড়ি ফিরেছেন অভিনেতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।