রোজায় আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন চলবে সাড়ে ৯টা থেকে ৪টা

বাংলাদেশ ব্যাংক

জুমবাংলা ডেস্ক : রোজার মাসে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চল‌বে। স্বাভা‌বিক সময় আর্থিক প্রতিষ্ঠানচ‌লে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

রবিবার (১৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

দেশের আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বরাবর পাঠানো এ নির্দেশনায় বলা হয়, রোজার মাসে আর্থিক প্রতিষ্ঠান চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

তবে মাঝে যোহরের নামাজের বিরতি থাকবে ১৫ মিনিট (দুপুর ১.১৫টা থেকে ১.৩০টা পর্যন্ত)।

রোজার পর অফিসের সময়সূচি আগের অবস্থায় ফিরে যাবে।

ইতোমধ্যে রোজায় ব্যাংক লেনদেনের সময় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে আনুষঙ্গিক কাজ পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।

ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর