সম্প্রতি ট্রান্সফারমার্কেটে মেসি-রোনালদোর দাম কমেছে

messi ronaldo

খেলাধুলা ডেস্ক : ক্যারিয়ার সায়াহ্নে ফুটবল বিশ্বের সর্বকালের অন্যতম দুই সেরা তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবু তাদের বাজার দর জানতে আগ্রহ রয়েছে ফুটবলপ্রেমীদের। সম্প্রতি দুজনের বাজারমূল্য প্রকাশ করেছে ট্রান্সফারমার্কেট। যেখানে দুজনেরই মূল্য হ্রাস পেয়েছে।

messi ronaldo

সবশেষ ১২ ডিসেম্বর ট্রান্সফারমার্কেটের হালানাগাদ করা তালিকায় দেখা যায়, লিওনেল মেসির বর্তমান দাম মাত্র ২০ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫০ কোটি ৭০ লাখ টাকা। অথচ গত সেপ্টেম্বরেও ৩৭ বছর বয়সি আর্জেন্টাইন তারকার বাজারমূল্য ছিল ২৫ মিলিয়ন ইউরো। কয়েক মাসের ব্যবধানে ৫ মিলিয়ন ইউরো মূল্যহ্রাস হয়েছে।

তবু পর্তুগিজ মহাতারকা রোনালদোর চেয়ে এগিয়ে আছেন বিশ্বকাপজয়ী তারকা মেসি। পর্তুগিজ তারকার বর্তমান বাজারমূল্য মাত্র ১২ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ১৫০ কোটি ৪২ লাখ টাকা। গত জুনে তার মূল্য ছিল ১৫ মিলিয়ন ইউরো।

ট্রান্সফারমার্কেটে হিসেব শুরু পর কখনো এত কম মূল্য ছিল না রোনালদোর। ক্যারিয়ারের শুরুতে ২০০৪ সালের অক্টোবরেও তার মূল্য ছিল ১৮ মিলিয়ন ইউরো। নিজের ফুটবল ক্যারিয়ারে তার সর্বোচ্চ দাম উঠেছিল ২০১৪, ২০১৫ ও ২০১৮ সালে। রিয়াল মাদ্রিদে থাকাকালীন ওই বছরগুলোতে তার বাজার মূল্য ১২০ মিলিয়ন ইউরো পর্যন্ত উঠেছিল।

যুক্তরাষ্ট্রে নাশতার সঙ্গে লটারি কিনে জিতলেন ১০ লাখ মার্কিন ডলার

এখানেও মেসির তুলনায় পিছিয়ে সৌদি ক্লাব আল নাসরের জার্সি গায়ে চড়ানো ফরোয়ার্ড রোনালদো। ক্যারিয়ারের শুরুতে মাত্র ৩ মিলিয়ন ইউরো বাজারমূল্য থাকলেও ২০১৮ সালে সর্বোচ্চ ১৮০ মিলিয়ন ইউরো দাম উঠেছিল আর্জেন্টাইন মহাতারকার।