জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ২৫ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ১৭ জন অতিরিক্ত উপ-কমিশনার ও ৮ জন সহকারী পুলিশ কমিশনার।
বুধবার (২০ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বদলিকৃত এডিসিরা হলেন- এডিসি সালাহউদ্দিনকে সিইউডিতে, মো. তারেক জুবায়েরকে কুষ্টিয়া জেলায়, সাদিয়ে আফরোজকে খুলনা রেঞ্জ ডিআইজি অফিসে, নূরানী ফেরদৌস দিশাকে শিল্পাঞ্চল পুলিশে, আব্দুল করিমকে বান্দরবান জেলায়, সুভাষ চন্দ্র সাহা এসএমপিতে, মো. সরোআর আলামকে মৌলভীবাজার জেলায়, মো. মোস্তাফিজুর রহমানকে এমআরটি পুলিশে, মুকিত সরকারকে রাজবাড়ি জেলায়, অহিদুজ্জামান নূরকে ঢাকার এসবিতে, মো. জাহিদুল ইসলাম সোহাগকে যশোর সার্কেলে,তাহেরুল হক চৌহ্যনকে টুরিস্ট পুলিশে, সাবিনা ইয়াসমিনকে আরএমপিতে, কল্লোল কুমার দত্তকে সৈয়দপুর সার্কেলে, মো. নূরুজ্জামানকে পুলিশ সদরদপ্তরে, মো. আরিফ হোসেনকে রংপুরের পিটিসিতে, মোছা. শাহিনা আক্তারকে সিআইডিতে বদলি করা হয়েছে।
বদলিকৃত এসি’রা হলেন- সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলামকে এসএমপিতে, এসএম বায়জীদ ইবনে আগবরকে বরিশালের মুলাদি সার্কেলে, শেহরিন আলমকে ঢাকার এসবিতে, মো. রেজাউল হককে সিআইডিতে, আফজাল হোসেনকে বরিশালের আরআরএফে, মো. ফজলুল করিম সেলিমকে টুরিস্ট পুলিশে, মো. মতিউর রহমানকে রংপুরের আরআরএফে, মো. নাসিম উদ্দিনকে সুনামগঞ্জের তাহেরপুর সার্কেলে বদলি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।