আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো মানুষের শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। গত শনিবার আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে দীর্ঘ চার ঘণ্টা অপরেশন চালিয়ে ৬২ বছর বয়সী রিক স্লেম্যানের শরীরের কিডনিটি প্রতিস্থাপন করেন চিকিৎসকেরা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে চিকিৎসকেরা বলেন, ‘স্লেম্যানের শরীরের সফলভাবে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি এখন থেকে আরও অনেক বছর সুস্থ থাকবেন। তবে প্রাণী থেকে মানুষের শরীরে অঙ্গ প্রতিস্থাপনের কিছু জটিলতাও রয়েছে।’
তবে সবদিক বিবেচনা করে, চিকিৎসকদের এ সাফল্যকে চিকিৎসাবিজ্ঞানে উল্লেখযোগ্য মাইলফলক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।
হাসপাতালের কাছে দেওয়া এক বিবৃতিতে স্লেম্যান বলেন, তিনি বহু বছর ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগতে ভুগতে এক সময় কিডনি বিকল হয়ে যায়। এরপর ২০১৮ সালে তিনি একজন দাতার কাছ থেকে কিডনি নিয়েছিলেন। কিন্তু এটি প্রতিস্থাপনের পাঁচ বছরের মধ্যেই নানা জটিলতা দেখা দেয়। পরে গত বছর থেকে তিনি আবার ডায়ালাইসিস শুরু করেন।
স্লেম্যান বলেন, দীর্ঘ ১১ বছর ধরে তিনি আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের ট্রান্সপ্লান্ট প্রোগ্রামে রোগী হিসেবে ছিলেন। কিডনি ট্রান্সপ্লান্টকে তিনি শুধু বেঁচে থাকার উপায় হিসেবেই দেখছেন না, বরং ট্রান্সপ্লান্ট প্রয়োজন—এমন হাজার হাজার মানুষের জন্য এটি বেঁচে থাকার আশা জাগানোর উপায় হতে পারে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, জীবিত মানবদেহে শূকরের অঙ্গ প্রতিস্থাপনের তৃতীয় ঘটনা এটি। এর আগে মানবদেহে দুইবার শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল। তবে তা সফল হয়নি। কয়েক সপ্তাহ পরেই দুজন রোগীই মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।