জুমবাংলা ডেস্ক : বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ নীতি সংশোধন করেছে ভুটান। দেশটির পর্যটন বিভাগ জানিয়েছে, নতুন ভ্রমণ নীতি অনুযায়ী, বাংলাদেশি পর্যটকদের টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) হিসেবে শুধুমাত্র প্রতিদিনের জন্য ১৫ মার্কিন ডলার দিতে হবে।
সোমবার (০৩ জুন) এ তথ্য জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশি পর্যটকদের জন্য ভুটান এখন যে ফি নির্ধারণ করেছে, সেটা ভারতীয় পর্যটকদের ওপর আরোপিত ফির সমতুল্য। নতুন নীতিমালার আওতায় বছরে ১৫ হাজার বাংলাদেশি পর্যটক প্রতিদিন ১৫ মার্কিন ডলার ফি দিয়ে ভুটান ভ্রমণ করতে পারবেন। ভিসা নীতি গত ২ জুন থেকে কার্যকর হয়েছে।
তবে ১৫ হাজারের বেশি পর্যটক হলে ভুটান ভ্রমণের ক্ষেত্রে আগের ১০০ ডলার ফি দিতে হবে।
বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক আরও সুসংহত হয়েছে।
যে ফ্ল্যাটে সুশান্তের মৃত্যু হয়, সেটি ভাড়া নিলেন আদাহ শর্মা
উল্লেখ্য, এর আগে বাংলাদেশি পর্যটকদের ভুটান ভ্রমণে প্রতিদিন ২০০ ডলার এসডিএফ দেওয়ার প্রয়োজন হতো। তবে কোভিডের পরে ফি কমিয়ে ১০০ ডলার করা হয়।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.