আন্তর্জাতিক ডেস্ক : ভ্রমণ ভিসায় সংযুক্ত আরব আমিরাতে গিয়ে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দেশটির প্রশাসন। পবিত্র রমজান উপলক্ষে সাধারণ নাগরিকদের সতর্কতা ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িতদের আটক করা হচ্ছে।
বুধবার (২০ এপ্রিল) স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে যায়, শারজাহ প্রদেশে ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকার অপরাধে ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনজনের কাছ থেকে ৬৫ দিরহাম পাওয়া গেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৫ লাখ টাকা।
একই অপরাধে আরো ৯৪ ভিক্ষুককে আটক করেছে শারজাহ পুলিশ। এদের মধ্যে ৬৫ জন পুরুষ ও ২৯ জন নারী রয়েছে। ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত এই ৯৪ জনের অধিকাংশই ভিজিট ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেছে বলে জানিয়েছে পুলিশ।
দেশটির ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণকারী দলের প্রধান লেফটেন্যান্ট কর্নেল জসিম মোহাম্মদ বিন তালিয়া গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃতদের অধিকাংশ অপরাধী ভ্রমণ ভিসা নিয়ে আমিরাতে প্রবেশ করেছে। কেউ কেউ রমজান মাসে দ্রুত মুনাফা অর্জনের জন্য ভিক্ষাবৃত্তি করছেন।
দুবাই পুলিশ জানায়, ১৮ মার্চ থেকে প্রথম রজমান পর্যন্ত ভিক্ষা বিরোধী অভিযানের আওতায় অন্তত ১৭৮ ভিক্ষুককে গ্রেফতার করেছেন তারা।
দুবাই পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা কর্নেল আহমেদ আল আদিদি জানান, দরিদ্রদের সাহায্য করার জন্য আমিরাতে দাতব্য সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে। কিন্তু দেশে ভিক্ষাবৃত্তি বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের ১ লাখ দিরহাম জরিমানা ও ছয় মাসের জেল হতে পারে।
এদিকে আমিরাতে বসবাসকারী নাগরিকদের সতর্ক করে ভিক্ষাবৃত্তির বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রকাশ করেছে আবুধাবি পুলিশ। বিভিন্ন মসজিদ, বাজার কিংবা বাসা বাড়ির দরজায় দাঁড়িয়ে সহানুভূতি ও উদারতার সুযোগ নেওয়া ভিক্ষুকদের কাছ থেকে বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে তারা।
কেজিএফ টু এর সংলাপ দিয়ে ছাপানো হলো বিয়ের কার্ড, মুহুর্তে ভাইরাল
পুলিশ আরো জানায়, কেউ কেউ অনলাইনের মাধ্যমে দরিদ্র অবস্থার লোকদের ছবি প্রেরণ, অনাথদের সহায়তা, অসুস্থ লোকদের চিকিৎসা বা দরিদ্র দেশে মসজিদ ও স্কুল নির্মাণের সাহায্যের জন্য বানোয়াট বার্তা পাঠায়। এ ধরণের কাজে জড়িত থাকার অপরাধে কেউ ধরা পড়লে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও শাস্তির বিধান রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।