ধর্ম ডেস্ক : চলছে রমজান মাস। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের মুসলিমরা এ সময় রোজা রাখেন। আর এই মাসে মুসলিমদের জীবনধারা বদলে যায়। জীবনযাপনের কিছু রীতিনীতিও বদলে যায়।
তাই এই মাসে ভ্রমণে যাওয়ার আগে কিছু বিষয় জেনে রাখা ভালো এবং মেনে চলা জরুরি। চলুন জেনে নেই কি কি নিয়ম মেনে চলা উচিত,
খাদ্য ও পানীয়
রমজানে মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন। তবে বিশ্বের অমুসলিম দেশে এসব নিয়ম পালন হয় না। সুতরাং যেখানে যাচ্ছেন, সেখানকার মানুষের খাদ্য ও পানীয় এবং আশপাশের স্থানীয় নিয়ম ও রীতিনীতি জেনে নিন। হালাল খাবার পাওয়া যাবে কিনা সে বিষয়ে খোঁজ নিন। প্রয়োজন হলে সাথে করে খাবার নিয়ে যান।
পোশাক ও আচরণ
কিছু দেশে ও এলাকায় রমজান মাসে পোশাক ও আচরণের ওপর কঠোর মানদণ্ড থাকতে পারে। সেক্ষেত্রে আপনার শরীর ঢেকে রাখা পোশাক প্রয়োজন হতে পারে। এ সময় কোথাও ঘুরতে যাওয়ার আগে সেই অঞ্চলের মানুষের ধর্মীয় মনোভাব কী, সে বিষয়ে তথ্য জানা জরুরি। নইলে যেকোনো জায়গায়, যেকোনো ধরনের নেতিবাচক ঘটনা ঘটতে পারে।
এছাড়া ভ্রমণের সময় আরামদায়ক পোশাক রাখুন সাথে যাতে রোজা রেখেও পোশাকের কারণে কষ্ট না হয়।
জরুরি জিনিস বহন
রোজার মধ্যে কোথাও ভ্রমণে গেলে ভারী ব্যাগ বহন করা থেকে বিরত থাকতে হবে। নয়তো খুব দ্রুত ক্লান্ত হয়ে পরার সম্ভাবনা থাকে। শুধুমাত্র খুব প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিন। তবে এই সময় ছাতা, সানগ্লাস এবং মাস্ক অবশ্যই সঙ্গে রাখবেন।
রমজান মাসের শুরু ও শেষ
হিজরি মাস চাঁদ দেখার ওপর নির্ভর করে। তাই সব দেশে একই দিনে রমজান শুরু এবং শেষ হয় না। এমনও হয়ে থাকে, এক দেশে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় সেখানে ঈদ, কিন্তু অন্য এক দেশে সেদিন রমজান মাসের শেষ দিন। তাই যেখানে যাচ্ছেন, সেখানের হিজরি মাসের হিসাবটা জেনে রাখুন।
নিয়ম-কানুন পালন
রোজার সময় জনসমক্ষে খাওয়া বা কোনো কিছু পান করা অনেক দেশে অবৈধ। অতীতে এই আইন ভঙ্গের জন্য পর্যটকদের বিভিন্ন দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। তাই বিষয়টি বিবেচনা করে ভ্রমণের স্থানের নিয়ম-কানুন মেনে চলার চেষ্টা করুন। তাই এ সময় ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।