জুমবাংলা ডেস্ক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলারডুবির ঘটনায় নারী ও শিশুসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কায়েস আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এ দিন রাত ৯টার দিকে ইছামতি নদীর ডহরি তালতলা খালে এ ঘটনা ঘটে।
জানা যায়, সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ পদ্মা নদীতে ঘুরতে যান। পরে শনিবার রাতে বাড়ি ফেরার পথে বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছে আটজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরি দল।
স্টেশন অফিসার কায়েস আহম্মেদ জানান, শনিবার রাতে বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ইতোমধ্যে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলারটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল। উদ্ধার অভিযান অব্যাহত আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।