জুমবাংলা ডেস্ক : ঝড়ের কবলে চাঁদপুরে মেঘনা নদীতে তরমুজ বোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে ট্রলারে থাকা আট মাঝিমাল্লা প্রাণে রক্ষা পেয়েছেন।
রোববার (২৪ মার্চ) সন্ধ্যার পর হাইমচরের মাঝেরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নৌ পুলিশ নীলকমল ফাঁড়ির পরিদর্শক জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ট্রলারে থাকা আট মাঝিমাল্লার মধ্যে সাতজন সাঁতারে পাশের চরে আশ্রয় নেন। তবে আমজাদ মাঝি (৩৫) নামে একজন নিখোঁজ থাকেন। তিনি নদীতে প্রায় দুই ঘণ্টা সাঁতারাতে থাকেন। একপর্যায়ে লবণ বোঝাই একটি ট্রলারে থাকা লোকজনের নজরে পড়লে তাকে নদী থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
নৌপুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ডুবে যাওয়া তরমুজ বোঝাই ট্রলারটি ভোলা থেকে ঢাকা যাচ্ছিল। দুর্ঘটনার চার ঘণ্টা আগে ভোলার বৈরাগীরচর এলাকা থেকে ১৫ হাজার পিস তরমুজ নিয়ে যাত্রা করে। চাঁদপুর সীমানায় আসামাত্র ঝড়ের কবলে পড়ে ওই ট্রলার। নদীর প্রচণ্ড ঢেউ সামলাতে না পেরে মুহূর্তে ডুবে যায় ট্রলারটি। দুর্ঘটনার সংবাদ পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম পন্ডিত জানান, ১৫ হাজার পিস তরমুজ নিয়ে ট্রলার ডুবে গেলেও এতে অবস্থানকারী আটজনই অক্ষত আছে। তারা সবাই চেয়ারম্যানের এলাকার বাসিন্দা। এরইমধ্যে রাতেই তারা আরেকটি ট্রলারযোগে দুর্ঘটনাস্থল থেকে ভোলার উদ্দেশে রওয়ানা দিয়েছেন। তবে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ, নদীর গভীরতার জন্য ট্রলারটি খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।