জুমবাংলা ডেস্ক : টব ভর্তি গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপ, জিনিয়া, পিটুনিয়া, গ্ল্যাডিয়োলাস ইত্যাদি ফুটে থাকবে সেইসব বাগানপ্রেমী মানুষদের বাগানে। তবে গাছ লাগালেই হলো না, গাছের প্রতি নিয়মিত যত্ন নেওয়া, গাছে জল দেওয়া, সার দেওয়া অত্যন্ত জরুরি একটি গাছকে বড় করে তোলার ক্ষেত্রে।
গাছ লাগানোর শখ অনেক মানুষের মধ্যে থাকলেও গাছের সঠিক যত্ন করার নিয়ম জানা না থাকার কারণে বাগান তৈরি করতে সক্ষম হয় না সেই সমস্ত বাগানপ্রেমী মানুষেরা। কোন গাছে কোন সার প্রয়োজন সেই সম্পর্কে সঠিক জ্ঞান নেই অনেকেরই। সব সময় বাজার চলতি সার কিনে আনাও সম্ভব হয় না। এই সমস্যার সমাধান হিসেবে আজ এই প্রতিবেদনটিতে আপনাদের জানানো হবে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সার তৈরি করে আপনি আপনার শখের গাছের সঠিক যত্ন নিতে পারবেন।
শীতকালে নানারকম ফুল গাছের পাশাপাশি নানা রকম সবজিও পাওয়া যায় বাজারে। শীতকালে ফুলকপি, বাঁধাকপি, কড়াইশুঁটির চাহিদা প্রচুর। আমরা মূলত এই সমস্ত সবজির খোসা ফেলে দিয়ে থাকি। অনেকেই জানে না এই সবজির খোসা সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে এগুলো গাছের জন্য একটি সুন্দর সার হতে পারে। জেনে নিন কীভাবে সবজির খোসা দিয়ে আপনি আপনার গাছের জন্য সার তৈরি করবেন।
* বাড়িতে গাছের সার তৈরি করার জন্য আলু, ফুলকপি, বাঁধাকপি, লাউ ইত্যাদি ধরনের আনাজের খোসা ফেলে না দিয়ে সেগুলোকে বড় কোনো ঝুড়ির মধ্যে রেখে দিন।
* ঝুড়িটি অবশ্যই রোদের মধ্যে রাখবেন যাতে খোসাগুলো তাড়াতাড়ি শুকিয়ে আসে। তবে রাতের বেলা ঝুড়িটি চাপা দিয়ে রাখবেন। মাঝেমধ্যে খোসাগুলোকে নাড়াচাড়া করে দেবেন।
* এছাড়া খোসাগুলো তাড়াতাড়ি শুকানোর জন্য খোসার মধ্যে শুকনো মাটি ছড়িয়ে দিতে পারেন। কিছুদিন পর দেখবেন খোসাগুলো একেবারে শুকিয়ে এসেছে। সেই সময় খোসাগুলোকে হাত দিয়ে ঘষে গুঁড়ো করে নিন।
* এখন একটু বড় পাত্রে সেই খোসার গুঁড়ো নিয়ে তার মধ্যে শুকনো গোবর বা ঘুঁটে মিশিয়ে নিলেই তৈরি আপনার শখের গাছের জন্য উপযুক্ত সার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।