লাইফস্টাইল ডেস্ক : গাছের গোড়ায় বাসি ভাত প্রয়োগ করে এইভাবে খুব সহজেই গাছের ফলন বাড়িয়ে নেওয়া যাবে। গাছ (Tree) পৃথিবীর এক অপরিহার্য অঙ্গ। গাছ ছাড়া অন্যান্য জীবকুলের টিকে থাকা সম্ভব নয়। বিশেষত মানবজাতির বেঁচে থাকার জন্য গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ থেকে নির্গত অক্সিজেন গ্রহণ করেই মানুষ বেঁচে রয়েছে। এছাড়াও, গাছ থেকে বিভিন্ন ধরণের খাদ্যদ্রব্য, ওষুধ, ফুল ও আরো অনেক কিছু পাওয়া যায়।
অনেকেই বাড়ির খোলা জায়গায় অথবা জায়গার অভাবে টবে গাছ লাগিয়ে থাকেন। শৌখিন সৌন্দর্যবৃদ্ধিকারী গাছের পাশাপাশি নানা রকম ফল ও সবজির গাছও অনেক বাড়িতে লাগানো হয়। তবে বাজারে উপলব্ধ রাসায়নিক সার বা জৈব সার প্রয়োগ করে অনেক ক্ষেত্রেই আশানুরূপ ফলাফল পাওয়া যায় না।
আজকের প্রতিবেদনে তাই ফল বা সবজির গাছের ফলন বাড়ানোর এক দারুণ উপায় বর্ণনা করা হবে। গাছের গোড়ায় বাসি ভাত প্রয়োগ করে এইভাবে খুব সহজেই গাছের ফলন বাড়িয়ে নেওয়া যাবে। এই পদ্ধতিতে ফলন বেড়ে যাওয়ার পাশাপাশি অন্যান্য সমস্যারও সমাধান হবে।
এক নজরে দেখে নিন গাছের গোড়ায় বাসি ভাত প্রয়োগ করার পদ্ধতি :
* একটি পাত্রে বাসি ভাত অর্থাৎ আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ভাত ও জল ভালো করে নেড়েচেড়ে নিতে হবে।
* এরপর ভাতের মধ্যে ১০-১২ কোয়া রসুনের পেস্ট মেশাতে হবে।
* ১-২ চামচ গুড় ভালো করে ভাত ও জলের সঙ্গে গুলে নিতে হবে।
* পাত্রটি কোনো পলিথিন দিয়ে ভালো করে ঢেকে ৩-৪ দিন রেখে দিতে হবে।
* ৩-৪ দিন পর মিশ্রণের মধ্যে আরো জল ও ছত্রাকনাশক যোগ করতে হবে।
* এরপর গাছের গোড়ার মাটিতে গর্ত করে মিশ্রণের মধ্যে থাকা ভাত গোড়ায় দিয়ে মাটি চাপা দিয়ে দিতে হবে। ওপরে মিশ্রণটি ছড়িয়ে দিতে হবে।
* পরপর ৭ দিন বাসি ভাত ও এই মিশ্রণ গাছের গোড়ায় প্রয়োগ করা হলে ফলন খুব ভালো হবে। এছাড়াও, ছত্রাক ও অন্যান্য পোকামাকড়ের সমস্যাও দূর হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।