গাছের পরিচর্যায় মনে রাখুন এই ২টি কথা

গাছের পরিচর্যা

লাইফস্টাইল ডেস্ক : বাড়িতে বাগান করতে ভালোবাসেন আর রোজই আপনি পরিমাণ মতন জল দেন, খাবার দেন আর ভাবছেন আপনার গাছ একেবারে সুন্দর হয়ে যাবে। কিন্তু তারপরেও দেখছেন গাছ অনেকাংশে খারাপ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে সেক্ষেত্রে কি করবেন যদি গাছের পরিচর্যা মনোনিবেশ করতে চান, তাহলে আমাদের Hoophaap এর পাতা চটজলদি দেখে ফেলুন সহজ পাঁচটি টিপস।

গাছের পরিচর্যা

১) গাছের পাতা হলুদ হতে দেবেন না, যে মুহূর্তে দেখবেন গাছের পাতা হলুদ হচ্ছে, তাহলে বুঝতে পারবেন সেই গাছে কোন সমস্যা আছে। প্রথমে তো পাতাগুলিকে ভালো করে কেটে ছেঁটে ফেলে দিতে হবে। অতিরিক্ত জল বা জল কমে গেলে এই ধরনের সমস্যা দেখা যেতে পারে।

তাই ইনডোর প্লান্টের বেশি পরিমাণে জল দিলে কিন্তু পাতা হলুদ হয়ে যাবে। আর বাইরে যে গাছগুলি থাকে সেগুলোতে যদি অতিরিক্ত জল পড়ে যায়, তাহলে কিন্তু সমস্যা হতে পারে, তাই অবশ্যই দেখে শুনে বুঝে জল দিন।

অবৈধ সম্পর্ক দুর্দান্ত সাহসী দৃশ্য, রিলিজ হলো ওয়েব সিরিজ পেয়াসী পুষ্পা

২) গাছ লাগানোর ক্ষেত্রে প্রথমেই যা লক্ষ্য করবেন তা হলো যে পাত্রের উপর গাছটি রাখছেন, পাত্রটি যেন ভালো হয় অর্থাৎ তাতে যেন জল নিকাশি ব্যবস্থাটা ভাল থাকে, তার নীচে একটি ফুটো করে দেবেন না থাকলে কিন্তু গাছের গোড়ায় জল দাঁড়িয়ে গাছের গোড়া পচে যেতে পারে।