ত্রিপুরায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ লক্ষাধিক মানুষ, প্রাণ গেল ১৯ জনের

Tripura-Flood

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ত্রিপুরায় বন্যায় অন্তত ১৯ জনের প্রাণহানি হয়েছে। ক্ষতিগ্রস্ত ৭ লক্ষাধিক মানুষ। ৮টি জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। অন্তত ৬৫ হাজার চারশ’ মানুষকে স্থানান্তর করা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে।

Tripura-Flood

সোমবার থেকে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি খারাপ দিকে মোড় নেয়। দুইটি হেলিকপ্টারসহ উদ্ধার সরঞ্জাম নিয়ে কাজ শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চারটি টিমের ১২০ জন কর্মী। দুর্গত এলাকায় টানা বৃষ্টির পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক প্রায় বিচ্ছিন্ন থাকায় বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার তৎপরতা।

গোমতি, দক্ষিণ ত্রিপুরা, উনাকোটি ও পশ্চিম ত্রিপুরার অবস্থা খুবই নাজুক। খোলা হয়েছে চারশ’ পঞ্চাশটি রিলিফ ক্যাম্প। দক্ষিণ ত্রিপুরায় বৃহস্পতিবার ভূমিধসে মৃত্যু হয়েছে নারী-শিশুসহ একই পরিবারের ৭ জনের।

বড় বিপদে পড়লেন চিত্রনায়ক ফেরদৌস

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত কমপক্ষে দুই হাজার ৩২টি স্থানে ভূমিধস হয়েছে। আর নদী ভাঙন হয়েছে এক হাজার নয়শ’ ৫২টি স্থানে। পানিতে তলিয়ে গেছে এক লাখ ২৫ হাজার হেক্টরের ফসলি জমি।