গাছ থেকে লাফিয়ে হাসপাতালের কোয়ার্টারে বিষাক্ত সাপ

Sap

জুমবাংলা ডেস্ক : বাগেরহাটের ফকিরহাটে গাছ থেকে লাফিয়ে উপজেলা হাসপাতালের কোয়ার্টারে পড়েছে একটি বিষাক্ত সাপ। এতে আতঙ্কিত হয়ে সাপটি মেরে ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ।

Sap

বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে হাসপাতালের তৃতীয় শ্রেণির কোয়ার্টারের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম জানান, ওই কোয়ার্টারের জানালার গ্রিল পেঁচানো অবস্থায় একটি সাপ দেখতে পান এক কর্মচারী। এরপর কোয়ার্টারের লোকজন ডাকাডাকি করলে হাসপাতালের লোকজন এসে সাপটিকে লাঠি দিয়ে নিচে ফেলে দেয়। এ সময় হঠাৎ করে সাপটিকে দেখতে পেয়ে হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সারাবিশ্বে বিষধর ১০টি সাপের তালিকায় নেই রাসেলস ভাইপার

তিনি বলেন, ‌সাপটির নাম প্যারাডাইস ট্রী স্নেক, এর অন্য নাম হলো প্যারাডাইস ফ্লাইং স্নেক। এটি হালকা বিষাক্ত সাপ, এক গাছ থেকে অন্য গাছে ঘুরে বেড়ায়। কোয়ার্টারের পাশে একটি তেঁতুল গাছ থেকে এটি বাসায় ভেতর লাফিয়ে পড়েছিল।