আমাকে কালো নজর দিয়ে ধ্বংস করার চেষ্টা হয়েছে: ফারিয়া শাহরিনে

Faria sahrin

বিনোদন ডেস্ক : অভিনেত্রী মডেল ফারিয়া শাহরিনের দাবি, অন্তঃসত্ত্বার খবর প্রকাশ করার পর কালো নজর দিয়ে ধ্বংস করার চেষ্টা হয়েছে তাকে। সম্প্রতি মা দিবসে তিনি আনন্দের সংবাদ দেন। এরপর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন যেটাকেতিনি কালো নজর হিসেবে দাবি করছেন।

Faria sahrin

অভিনেত্রী বলেন, নিউজটা শেয়ার করার পর আমি ভয়াবহ সিক হয়ে গেলাম মাথা ব্যাথায়। মনে হচ্ছে দুইদিনও বাঁচবো না, তার সাথে আরো অনেককিছু। এমন কেন হয়? মানুষ অন্যের গুড নিউজ শুনলে এমন কালো নজর দিয়ে ধ্বংস করে দিতে চায় কেন সব?

তিনি বলেন, আমি আর কোনো প্রকার নিউজ শেয়ার করবো না। এর আগেও বলছিলাম বাট বেহায়ার মতো করে আবার কান ধরলাম। কবে কী হবে না হবে এটা জানার রাইট কারো নাই? সব এভিল আইস এর ডাইনিগুলো তোরা জাহান্নামে যা। মানুষকে একটু শান্তিতে থাকতে দে।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় ফারিয়ার। দুই বছর পর ২০২৩ সালে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এক বছর পর মা দিবসে জানালেন নতুন অতিথি আগমনের খবর।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্র করে আলোচিত হয়েছিলেন সেসময়।

পরবর্তীতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি পান এ অভিনেত্রী।