ট্রিপল ক্যামেরার সাথে শক্তিশালী ফিচার্স, বাজারে আসছে Oppo Reno 13 সিরিজ

Oppo Reno 13

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : শীঘ্রই বাজারে একটি শক্তিশালী প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Oppo। কোম্পানির এই স্মার্টফোনটিকে Reno 12-এর আপগ্রেড মডেল হিসেবে লঞ্চ করবে। Oppo Reno 12 সিরিজের মতো এই আসন্ন সিরিজে দুটি মডেল আনা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই ফোনের ফিচার্স সামনে এসেছে। Oppo-এর এই ফোনে আগের থেকে ভালো ডিসপ্লে, ক্যামেরা এবং প্রসেসর থাকবে বলেই জানা গিয়েছে।

Oppo Reno 13

সামনে এল Oppo Reno 13 সিরিজের লঞ্চের দিনক্ষণ । লিক হওয়া তথ্য অনুসারে, ২৫ নভেম্বর চিনা বাজারে Oppo-এর এই সিরিজ্টি লঞ্চ হবে। এটি আগামী মাসে বা ২০২৫ সালের প্রথম দিকে ভারতের বাজারে এই প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

Oppo Reno 13 সিরিজের সম্ভাব্য ফিচার্স

Oppo-এর এই স্মার্টফোন সিরিজে দুটি ফোন Reno 13 এবং Reno 13 Pro লঞ্চ হতে পারে। এই সিরিজের দুটি ফোনেই প্রায় একই রকম ফিচার্স থাকবে । তবে লুক এবং ডিজাইনে সামান্য পরিবর্তন দেখা যেতে পারে। এই ফোনে একটি 6.74 ইঞ্চি 1.5K কার্ভড OLED ডিসপ্লে থাকতে পারে। একই সময়ে, Reno 13 সিরিজে MediaTek Dimensity 9300 চিপসেট ব্যবহার করা যাবে। এই ফোনটি 5,900mAh এর একটি বড় ব্যাটারির সাথে 80W তারযুক্ত এবং 50W ওয়্যারলেস দ্রুত চার্জিংয় সাপোর্ট থাকতে পারে। এই ফোনটিতে থাকতে পারে IP65 রেটিং।

হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ দেখতে পাবেন যেভাবে

RAM এবং ক্যামেরা সেটআপ

Reno 13 সিরিজে 12GB RAM সহ 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট থাকবে। এই মডেলে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। যার মধ্যে রয়েছে 50MP মেইন ক্যামেরা এবং 50MP সেকেন্ডারি ক্যামেরা। এছাড়াও, ফোনের পিছনে আরেকটি ক্যামেরা দেওয়া যেতে পারে। সেলফি এবং কল করার জন্য এটি একটি 32MP ক্যামেরা থাকতে পারে এই মডেলে।