বিনোদন ডেস্ক : ২০২৪ সালে জাতীয় স্তরের ‘ক্রাশ’ হিসেবে উঠে আসেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তৃপ্তি দিমরি। রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ সিনেমার পর ‘ভাবী ২’ নামে পরিচিত হয়ে ওঠেন তিনি, আর সেখানেই বোঝা গিয়েছিল—এই মেয়ে সহজে থামবে না। বাস্তবে তাই-ই হয়েছে।
‘অ্যানিম্যাল’-এর রেকর্ড সাফল্যের পর একের পর এক হাই-ভোল্টেজ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করে বলিউডে নিজের জায়গা পাকা করেছেন তৃপ্তি। এমনকি শাহরুখ খান, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, ঐশ্বর্য রাই বচ্চনের মতো তারকাদের পিছনে ফেলে দিয়ে নিজের নাম কায়েম করেছেন জনপ্রিয়তার শীর্ষে।
তৃপ্তির অনবদ্য অভিনয় দক্ষতার জোরেই বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরাও এখন তাঁর ভক্ত। ‘ভাবী ২’ ছবির পর তিনি IMDb-র তালিকায় ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা হন।
২০২৫ সালের ১লা আগস্ট মুক্তি পেল তৃপ্তি অভিনীত নতুন ছবি ‘ধড়ক ২’। ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর, আর বিপরীতে রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী। সিনেমার পাশাপাশি তৃপ্তির ব্যক্তিগত জীবন ও কেরিয়ার নিয়েও চলছে বিস্তর আলোচনা। তবে এই জায়গায় পৌঁছাতে তাঁর পথ সহজ ছিল না।
গত এক দশকে তৃপ্তিকে বহু অডিশনে প্রত্যাখ্যাত হতে হয়েছে। অনেক কাস্টিং ডিরেক্টর মুখের ওপর ‘না’ বলে দিয়েছেন। বলিউডে কোনো গডফাদার না থাকায় সুবিধা তো দুরের কথা, তাঁকে রীতিমতো লড়াই করে জায়গা তৈরি করতে হয়েছে।
‘লায়লা মজনু’ ছবির জন্য যখন প্রথম অডিশন দিয়েছিলেন, তখনও তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু নিজের অধ্যবসায়, ধৈর্য আর প্রতিভার জোরেই তিনি আজ বলিউডের অন্যতম কাঙ্ক্ষিত নায়িকাদের একজন হয়ে উঠেছেন। ‘অ্যানিম্যাল’-এর আগে তিনি ‘বুলবুল’ ও ‘কোয়ালা’-র মতো প্রশংসিত ছবিতেও অভিনয় করেছেন।
তাঁর প্রথম ছবি ‘লায়লা মজনু’ বক্স অফিসে সাফল্য না পেলেও পরে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। তবে পেশাদার জীবনের মতো ব্যক্তিগত জীবনেও কম চ্যালেঞ্জ আসেনি তৃপ্তির জীবনে।
কেরিয়ারের কঠিন সময় তিনি সম্পর্কে জড়ান অভিনেত্রী অনুষ্কা শর্মার ভাই এবং প্রযোজক কর্ণেশ শর্মার সঙ্গে। যদিও তাঁরা কখনো প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি, বলিউডে কান পাতলে শোনা যায়—তাদের সম্পর্ক প্রায় বিয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। তবে সেই সম্পর্কও ভেঙে যায়।
বর্তমানে খবর রটে আছে, তৃপ্তি প্রেম করছেন জনপ্রিয় মডেল ও ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে। যদিও তিনি নিজের ব্যক্তিগত জীবন সবসময় লাইমলাইটের বাইরে রাখতেই পছন্দ করেন।
তৃপ্তির জন্ম দিল্লিতে হলেও শিকড় উত্তরাখণ্ডে। মাটি ও পাহাড়ের প্রতি টান আজও একই রকম। ছোটবেলায় নাটকে ভালো চরিত্রগুলো ছেলেরা নিয়ে নিত, তখন তাঁকে রাক্ষসীর চরিত্র দেওয়া হতো। কিন্তু সেই ছোট্ট মেয়ে আজ বলিউডের সবচেয়ে ব্যস্ত ও দামি নায়িকাদের একজন।
‘অ্যানিম্যাল’-এর বিশাল সাফল্যের পর তৃপ্তি দিমরিকে আজ সবাই চেনেন ‘৯০০ কোটির বিস্ময় বালিকা’ হিসেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।