স্পোর্টস ডেস্ক : বলিউডের ব্লকব্লাস্টার সিনেমা ‘অ্যানিমেল’এর মূল নায়িকা না হয়েও তার সাহসী অভিনয় দিয়ে শিরোনামে উঠে এসেছেন তৃপ্তি দিমরি। বিশেষ করে বলি তারকা রণবীর কাপুরের সঙ্গে তরুণ এই অভিনেত্রীর একটি অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যমে তুমুল আলোচনা হয়। প্রশ্ন ওঠে, ‘অ্যানিম্যাল’-এর মতো ‘নারীবিদ্বেষী’ সিনেমাতে কীভাবে কাজ করলেন তৃপ্তি?
সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত সিনেমাতে নারীদের অসম্মানিত করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। বিশেষ করে তৃপ্তি অভিনীত চরিত্রকে রণবীর কাপুর জুতা পর্যন্ত চাটতে বলেছিলেন। তাই সরাসরি তৃপ্তির দিকেই আঙুল উঠেছিল। সেই বিষয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী। তৃপ্তির দাবি, ‘অ্যানিম্যাল’ সিনেমাটি মোটেও নারীবিদ্বেষী নয়।
তৃপ্তির কথায়, ‘আমি এই সিনেমাকে মোটেই নারীবিদ্বেষী সিনেমা হিসেবে দেখিই না। কোনো সিনেমাকেই আমি এই ধরনের তকমা দিই না। বুলবুল ও কালা সিনেমা করতে গিয়েও কখনো ভাবিনি আমি নারীবিদ্বেষী সিনেমা করছি। আমি চরিত্রগুলোর সঙ্গে যুক্ত হয়েছি, পরিচালকের ওপর বিশ্বাস ছিল আমার। মনে হয়েছিল, আমার এই কাজটা করা উচিত।’
অভিনেত্রী আরও বলেন, ‘এমনকি যখন আমাকে অ্যানিমাল সিনেমায় অফার করা হয়েছিল। আমি পরিচালকের সঙ্গে দেখা করেছিলাম। যখন সিনেমার পরিচালকের সঙ্গে দেখা হয়, তখন তিনি কিন্তু সিনেমাটা নিয়ে আমাকে বিস্তারিত বলেননি। আমার চরিত্রটি আমাকে বুঝিয়ে বলেছিলেন। তখন মনে হয়েছিল, এতদিন আমি শুধু নিপাট ভালো মানুষের চরিত্রেই অভিনয় করেছি। অবশেষে নতুন কিছু করার সুযোগ এসেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।