বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ট্রায়াম্ফ মোটরসাইকেল সম্প্রতি নতুন মোটরসাইকেল লঞ্চ করেছে ভারতে। 400 সিসি ইঞ্জিনের এই বাইক ভারতে তৈরি করবে বাজাজ অটো। ব্রিটিশ সংস্থার নতুন দু চাকা ইতিমধ্যে সাড়া ফেলেছে ভারতীয় বাজারে। এটি কিনতে গেলে অন-রোড প্রাইস বাবদ কত টাকা খরচ করতে হবে জেনে নিন।
ট্রায়াম্ফ মোটরসাইকেল সম্প্রতি নতুন Scrambler 400X লঞ্চ করেছে ভারতে। জুন মাসে Speed 400 এর সঙ্গে বাইকটি প্রথম সামনে আনে সংস্থা। বাজাজ অটোর সঙ্গে হাত মিলিয়ে ভারতে এই মোটরসাইকেল বিক্রি করবে ব্রিটিশ সংস্থা ট্রায়াম্ফ মোটরসাইকেল।
জুন মাস থেকেই বাইকের বুকিং শুরু করে দিয়েছিল সংস্থা। চলতি মাসে আনুষ্ঠানিক দাম ঘোষণা করা হল। জানা গিয়েছে, খুব শীঘ্রই বাইকের ডেলিভারি শুরু করবে ট্রায়াম্ফ ও বাজাজ। আপনিও যদি এই মোটরসাইকেল কেনার পরিকল্পনা করে থাকেন। তাহলে ভারতের 10 শহরে বাইকের অন-রোড প্রাইস জেনে নিন।
অন-রোড প্রাইসে যাওয়ার আগে জানিয়ে রাখি, ভারতে বাইকের এক্স শোরুম দাম 2.63 লাখ টাকা।
Triumph Scrambler 400X-এর অন-রোড প্রাইস
* কলকাতা – 3,18,425 টাকা
* দিল্লি – 3,12,951 টাকা
* মুম্বই – 3,23,471 টাকা
* বেঙ্গালুরু – 3,45,121 টাকা
* পুনে – 3,23,472 টাকা
* নবি মুম্বই – 3,22,217 টাকা
* হায়দরাবাদ – 3,23,471 টাকা
* আহমেদাবাদ – 3,08,750 টাকা
* চেন্নাই – 3,12,951 টাকা
* চণ্ডীগড় – 3,19,539 টাকা
উপরের তালিকা অনুযায়ী, ভারতে সবথেকে কম দাম আহমেদাবাদ শহরে। আর সবথেকে বেশি দাম বেঙ্গালুরুতে। কলকাতায় বাইকের অন-রোড প্রাইস 3.18 লাখ টাকা। তবে স্থান অনুযায়ী RTO ও ইনস্যুরেন্স চার্জ চার্জ আলাদা হতে পারে।
স্পিড 400-এর মতোই বাইকে রয়েছে 398 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা থেকে সর্বাধিক 40 হর্সপাওয়ার এবং 37.5 এনএম টর্ক তৈরি হয়। সঙ্গে 6 স্পিড গিয়ারবক্স। বাইকে মিলবে 150 মিলিমিটার আয়তনের ফ্রন্ট এবং রিয়ার সাসপেনশন। দু চাকাতেই মজুত ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।
ডিজাইন এবং অন্যান্য উপাদান সবই রয়েছে স্পিড 400-এর মতো। থাকছে গোল হেডলাইট, টিয়ারড্রপ শেপের ফুয়েল ট্যাংক, গোল্ডেন ফ্রন্ট ফর্ক সাসপেনশন, সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, USB চার্জিং পোর্ট, LED লাইটিং এবং জিপিএস (যা আপনাকে আলাদা কিট হিসাবে নিতে হবে)।
দুবাই থেকে শিখে শুরু করেন জমি ছাড়াই চাষবাস, এখন বছরে আয় ৭০ লাখ টাকা
Speed 400-এর সঙ্গে এই বাইকে শুধুমাত্র হুইলবেস এবং ওজনে পার্থক্য রয়েছে। স্ক্র্যাম্বলার হওয়ায় বাইকে লম্বা হুইলবেস পাওয়া যাবে। আর স্ক্র্যাম্বলারের ওজন স্পিডের থেকে 9 কেজি বেশি। শোরুমে এই মোটরসাইকেল তিনটি রংয়ে বুক করতে পারবেন – লাল, কালো এবং সবুজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।