টিআরপি কমে গেলে মন খারাপ হয় রত্নাপ্রিয়ার

Rotna

বিনোদন ডেস্ক : কলকাতার ধারাবাহিক নাটকের দর্শক বাংলাদেশেও অনেক আছে। স্টার জলসার ধারাবাহিক ‘উড়ান’ একটি জনপ্রিয় নাটক। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা ও ভালোবাসা পেয়েছেন রত্নাপ্রিয়া। উড়ানের হাত ধরেই টেলিভিশনে কাজ করেছেন তিনি।

Rotna

লড়াকু নারীর চরিত্র রূপায়ন করেছেন রত্নাপ্রিয়া। কিন্তু ধারাবাহিকের ভাগ্য অনেকটা টিআরপির ওপর নির্ভর করে। টিআরপি কমে গেলে মাঝপথেই থেমে যেতে পারে যেকোন ধারাবাহিকের প্রচার। এই অনিশ্চয়তাটুকু সব সময় থাকে।

রত্নাপ্রিয়া বলেন, টিআরপি অনেক কিছুর ওপর নির্ভর করে। অভিনয়, পরিচালনা, ক্যামেরা- এই সবকিছু নিয়ে টিআরপি। টিআরপি কমে গেলে মন খারাপ হয়। তবে আমার কাছে প্রত্যেক দিনের কাজটা ভীষণ গুরুত্বপূর্ণ। নিজেকে প্রতিদিন কতটা উন্নতা করতে পারছি, সেটা আমার কাছে টিআরপির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’।

বিছানায় তেজস্বীর পছন্দের পজিশনের কথা জানালেন

উল্লেখ্য, শুধু অভিনয়েই নয় নাচেও পারদর্শী রত্নাপ্রিয়া। বর্ষীয়ান নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্করের কাছ থেকে নাচ শিখেছেন রত্নাপ্রিয়া।