স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অপরিচিত নম্বর শনাক্তের অন্যতম জনপ্রিয় অ্যাপ ট্রুকলার। অচেনা নম্বর থেকে ফোন এলে পরিচয় জানার সুবিধার জন্য বহু ব্যবহারকারীর নির্ভরতার নাম হয়ে উঠেছে অ্যাপটি। ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে সময়ের সঙ্গে সঙ্গে নতুন ফিচার যুক্ত করেছে এই প্ল্যাটফর্ম। তবে কিছু ফিচার বন্ধও করে দেওয়া হয় সময় ও প্রযুক্তিগত বাস্তবতার কারণে।
সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে আইফোন ব্যবহারকারীদের জন্য ট্রুকলারের কল রেকর্ডিং ফিচারটি বন্ধ হয়ে যাচ্ছে। মাত্র দুই বছর আগে আইওএসে চালু হওয়া এই ফিচার এবার বাদ যাচ্ছে ট্রুকলারের তালিকা থেকে।
শুরুর দিন থেকেই আইফোনে কল রেকর্ডিং ট্রুকলারের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। কারণ অ্যাপলের গোপনীয়তা নীতিমালা অত্যন্ত কঠোর এবং থার্ড পার্টি অ্যাপগুলোকে সরাসরি কল রেকর্ড করার অনুমতি দেয় না। অ্যান্ড্রয়েডের তুলনায় এখানে সীমাবদ্ধতা অনেক বেশি।
এই প্রতিবন্ধকতা দূর করতে ট্রুকলার এক ধরনের মার্জড ‘রেকর্ডিং লাইন’ ব্যবহার করত, যেখানে কলটি আরেকটি লাইনের সঙ্গে মার্জ করে রেকর্ড করা হতো। তবে এবার সেই বিকল্প ব্যবস্থাও সরিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি।
ট্রুকলারের আইওএস বিভাগের প্রধান নকুল কাবরা বলেন, কোম্পানি এখন লাইভ কলার আইডি এবং স্বয়ংক্রিয় স্প্যাম ব্লকিংয়ের মতো মূল পরিষেবাগুলোর মান উন্নয়নে বেশি মনোযোগ দিতে চায়। এটাই ট্রুকলারের প্রকৃত শক্তি এবং সেসব ফিচারেই তারা ভবিষ্যতে গুরুত্ব দেবে।
তবে ফিচারটি বন্ধ হলেও পূর্বে রেকর্ড করা কলগুলো মুছে ফেলা হবে না বলে জানিয়েছে ট্রুকলার। ব্যবহারকারীরা চাইলে সেগুলো ডাউনলোড করতে পারবেন, ই-মেইল, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য অ্যাপের মাধ্যমে শেয়ার করতে পারবেন কিংবা আইক্লাউডে সংরক্ষণ করে রাখতে পারবেন। এ প্রক্রিয়া সহজ করতে একটি হেল্প পেজ চালু করেছে কোম্পানিটি।
এই সিদ্ধান্তের পেছনে আরেকটি বড় কারণ হিসেবে উঠে এসেছে অ্যাপলের নিজস্ব কল রেকর্ডিং সিস্টেম। আইওএস ১৮.১ আপডেটে অ্যাপল তার ডিভাইসে ইনবিল্ট কল রেকর্ডিং এবং টেক্সটে রূপান্তরের (ট্রান্সক্রিপশন) সুবিধা যুক্ত করেছে। এতে ব্যবহারকারীরা আলাদা করে কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আইফোনেই সরাসরি কল রেকর্ড ও সংরক্ষণ করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।