বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : স্মার্টফোন ব্যবহারকারী অনেকের কাছে পছন্দের অ্যাপ ট্রুকলার। ব্যক্তিগত, ব্যবসায়িক কিংবা প্রাতিষ্ঠানিক প্রয়োজনে ট্রুকলার ব্যবহার করা হয়। ফোনে এই অ্যাপটি থাকলে অচেনা নম্বর থেকে ফোন এলেও সহজেই বোঝা যায় কে কল করেছেন। কিন্তু এসবের বাইরেও দুর্দান্ত কয়েকটি ফিচার সুবিধা রয়েছে ট্রুকলারে। ফিচারগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
স্প্যাম ব্লকিং: ট্রুকলার অ্যাপে রয়েছে স্প্যাম ব্লকিং ফিচার। যা নিজে থেকে স্প্যাম কলকে চিহ্নিত করে তা ব্লক করে দিতে পারে।
স্মার্ট রিমাইন্ডার: ট্রুকলারে রয়েছে রিমাইন্ডার ফিচার। এটি আপনাকে মনে করিয়ে দিতে পারে বিল পেমেন্টসহ গুরুত্বপূর্ণ একাধিক বিষয়।
স্মার্ট এসএমএস: স্প্যামের ভিড়ে অধিকাংশ ক্ষেত্রেই হারিয়ে যায় গুরুত্বপূর্ণ মেসেজ। ট্রুকলারে বিশেষ ফিচারের বদৌলতে আলাদা ক্যাটাগরি অনুযায়ী সব মেসেজ দেখায়। ফলে প্রয়োজনীয় মেসেজ নজর এড়ানোর সম্ভাবনা কম।
এডিট সেন্ট চ্যাট মেসেজ: অনেক ক্ষেত্রেই অটো কারেক্টের কারণে মেসেজে এক কথা লিখতে গেলে হয়ে যায় অন্য কিছু। ট্রুকলার থেকে মেসেজ করলে ভুল হলে কোনো সমস্যা নেই। এতে রয়েছে এডিটের অপশনও।
বড় ফাইল শেয়ার: ট্রুকলারে ১০০ মেগাবাইট পর্যন্ত ফাইল শেয়ারের অপশন রয়েছে।
পাসওয়ার্ড প্রটেক্ট মেসেজ: নতুন ফিচার সুবিধায় পাসওয়ার্ড দিয়ে মেসেজ লক করার ব্যবস্থা রয়েছে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, গিজচায়না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।