আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার এশিয়ার বাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৩,২৩৫ ডলারে।
বিশ্ববাজারে সাম্প্রতিক সময়ের বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদের দিকে ঝুঁকছেন। ফলে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে পরিচিত স্বর্ণের প্রতি আগ্রহ কিছুটা কমে গেছে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার প্রশাসন ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির পথে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে চীনের সঙ্গে ১৪৫ শতাংশ শুল্ক পুনর্বিবেচনার আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। এসব ইতিবাচক খবরে বাজারে স্বস্তি ফিরে এসেছে, যার সরাসরি প্রভাব পড়েছে স্বর্ণের দামে।
এই প্রসঙ্গে ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, “বর্তমানে বাজার ধারণা করছে বাণিজ্য উত্তেজনা হ্রাস পাচ্ছে। একইসঙ্গে ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণ সম্পর্কিত উদ্বেগও কমে এসেছে। এর ফলে নিরাপদ সম্পদের চাহিদা কমে গেছে।”
বিশ্লেষকদের মতে, স্বর্ণের দাম আরও কতটা নিম্নমুখী হবে তা নির্ভর করছে বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর পরবর্তী নীতিগত সিদ্ধান্তের উপর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।