আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আরও এগিয়ে গেছেন ডেমোক্র্যাট কমলা হ্যারিস। বিভিন্ন জরিপে ট্র্যাম্পের চেয়ে এখন ৬ পয়েন্টে এগিয়ে হ্যারিস।
আগামী সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন সামনে রেখে এবার বিভিন্ন রাজ্যে বাস ট্যুর শুরু করেছে হ্যারিস ও তার রানিংমেট।
অন্যদিকে ব্যাটেলগ্রাউন্ড রাজ্যগুলোতে প্রচারে ব্যস্ত ট্রাম্প। পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে কমলাকে ব্যক্তিগত আক্রমণ করেন ট্রাম্প। এ নিয়ে খোদ দলের মধ্যেই সমালোচনার মুখে পড়েছেন তিনি।
এদিকে সংবাদ মাধ্যম এবিসি ও রয়টার্সের জরিপে দোদুল্যমান চার রাজ্যেই ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা।
বিশ্বের সবচেয়ে মূল্যবান সবজি এটি, ১ কেজির দামে কিনতে পারবেন ২ ভরি সোনা
গেল ২১ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেনের সরে দাঁড়ানোর পর প্রতিদ্বন্দ্বিতায় নামেন বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।