আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সেলসম্যান (বিক্রয়কর্মী)’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ইউক্রেন অর্থ সহায়তা বন্ধ করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
শনিবার মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে একটি আফ্রিকান-আমেরিকান চার্চে তার সমর্থকদের সামনে ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইউক্রেনেকে একের পর এক সহায়তা প্যাকেজ প্রদানের জন্য তার প্রতিপক্ষ প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেন। একই সঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সেলসম্যান (বিক্রয়কর্মী)’ হিসেবে অভিহিত করেন।
ট্রাম্প বলেন, ‘আমি মনে করি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বড় সেলসম্যান। তিনি যখনই আমাদের দেশে (যুক্তরাষ্ট্রে) আসেন, ৬০ বিলিয়ন ডলার নিয়ে চলে যান এবং দেশে ফিরে গিয়ে তিনি ঘোষণা করেন যে তার আরও ৬০ বিলিয়ন ডলার প্রয়োজন। এটি কখনই শেষ হয় না। তার চাওয়া কখনই শেষ হয় না।’ আমি জয়ী হলে এর একটা বিহিত করব।’
ট্রাম্প এর আগেও অনেকবার বলেছেন, তিনি ক্ষমতায় আসলে ইউক্রেনের সংঘাত বন্ধ করতে সক্ষম হবেন। তবে দেশটিকে কোনা অর্থ সহায়তা দিবেন না।
প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে ১০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে গত এপ্রিলে প্রায় ৬১ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। কারণ সাম্প্রতিক মাসগুলোতে গোলাবারুদ এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতে ভুগছে তারা।
সূত্র: তাস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।