আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন দেওয়ায় আমেরিকান মুসলিমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে মুসলিম বিশ্বকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় বৃস্পতিবার হোয়াইট হাউসে এক জাঁকজমকপূর্ণ ইফতার-নৈশভোজের আয়োজনে এসব কথা বলেন ট্রাম্প।
অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি লাখ লাখ মুসলিম-আমেরিকানদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই যারা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যায় আমাদের সমর্থন করেছিলেন। এটা অবিশ্বাস্য ছিল। আমরা আপনাদের সাথে একটু ধীরগতিতে শুরু করেছিলাম, কিন্তু আমরা এগিয়ে এসেছি। নভেম্বরে মুসলিম সম্প্রদায় আমাদের পাশে ছিল। আমি প্রেসিডেন্ট থাকা পর্যন্ত আমি আপনাদের পাশে থাকব।’
হোয়াইট হাউসের অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘রমজান মুবারক’। এসময় তিনি সারা বিশ্বের মুসলমানদের রমজানের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য তাঁর প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টার কথা তুলে ধরেন।
প্রেসিডেন্ট ট্রাম্প অনুষ্ঠানে ঘোষণা করেন, আমের গালিব আগামীতে কুয়েতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং মেয়র বিল বাজ্জি তিউনিসিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমাসহ সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মিসর, কুয়েত, কাতার, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনাই, বাহরাইন, ইরাক, ওমান, মরক্কো, ইন্দোনেশিয়া, আলজেরিয়া, জিবুতি, ক্যামেরুন, লেবানন, নাইজেরিয়া, গিনি, তানজানিয়া, কেনিয়া, মালদ্বীপ, লিবিয়া, সেনেগাল এবং বাংলাদেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা।
প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যের শেষে শান্তি, কৃতজ্ঞতা ও ধর্মীয় নিষ্ঠার গুরুত্বের ওপর জোর দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।