আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পকে বিপজ্জনক আখ্যা দিয়ে দেশকে রক্ষায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ভোট দিতে মার্কিনীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফাস্ট লেডি মিশেল ওবামা। এই প্রথম তিনি কমলার জন্য নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এমন আহ্বান জানালেন। খবর বিবিসি
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্য মিশিগানে কমলার পক্ষে প্রচারণায় অংশ নিয়ে মিশেল ওবামা বলেন, ‘নির্বাচন খুবই কাছে। এজন্য কমলাকে ভোট দেয়ার সিদ্ধান্ত দ্রুতই নিতে হবে।’
মিশিগানে অন্য একটি অনুষ্ঠানে আরব আমেরিকানদের সঙ্গে সাক্ষাত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে মুসলিমদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারাই নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারেন।’ একই সঙ্গে এ রাজ্যে ট্রাম্প অটোমোটিভ শিল্পে গতি ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
নির্বাচনী জরিপ বলছে, মিশিগানে ট্রাম্প ও কমলার মধ্যে হাড্ডাহড্ডি লড়াই চলছে। তবে ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের ১০ দিন আগের চিত্র বলছে, এ রাজ্যে কমলার অবস্থান কিছুটা দুর্বল।
মিশিগানে ১৫টি ইলেকট্ররাল কলেজ ভোট রয়েছে। ফলে যে কোনো প্রার্থীর পক্ষে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাতে পারে।
২০২০ সালের মার্কিন নির্বাচন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন মিশিগানে জয়লাভ করেন। তিনি প্রায় ২.৭৮ শতাংশ ভোট পেয়েছিলেন। যা যাকে প্রেসিডেন্ট পদে জয়ী হতে সাহায্য করে। তবে ২০১৬ সালের নির্বাচনের চিত্র ভিন্ন ছিল। সে সময়ে হিলারি ক্লিনটন মিশিগানে অনেক এগিয়ে ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।