ট্রাম্প হ.ত্যাচেষ্টা, এবার আয়রন ম্যান স্যুট বানাতে চান ইলন মাস্ক

Mask

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতি সমর্থন জানানোর পরপরই মাস্ককে নিজের নিরাপত্তা বাড়াতে বলেছেন এক্স ব্যবহারকারীদের কেউ কেউ।

Mask

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ওপর হত্যাচেষ্টার পর মার্ভেলের সুপারহিরো আয়রন ম্যান ধাঁচের ‘ধাতব স্যুটের বর্ম’ তৈরির ইঙ্গিত দিয়েছেন টেসলা বস ইলন মাস্ক।

“হয়ত এখন সেই উড়ুক্কু ধাতব স্যুটের বর্ম তৈরির সময় এসেছে,” রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নিজের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে বলেন মাস্ক।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতি সমর্থন জানানোর পরপরই মাস্ককে নিজের নিরাপত্তা বাড়াতে বলেছেন এক্স ব্যবহারকারীদের কেউ কেউ।

“সামনে বিপদ,” বলেন মাস্ক। এমনকি ‘গত আট মাসে’ দুইজন ব্যক্তি ‘ভিন্ন ভিন্ন সময়ে’ তার জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন, এমন দাবিও করেন তিনি।

“তাদেরকে বন্দুক’সহ গ্রেপ্তার করা হয়েছে। তারা টেক্সাসে অবস্থিত টেসলার সদর দপ্তর থেকে মাত্র ২০ মিনিট গাড়ি চালানোর দূরত্বে অবস্থান করছিল,” কোনো বিস্তারিত তথ্য প্রকাশ না করেই বলেছেন মার্কিন এ ধনকুবের।

ট্রাম্পের জীবন কেড়ে নেওয়ার প্রচেষ্টার পরপরই মাস্কের এমন মন্তব্য এল, যেখানে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্টের প্রতি ‘পুরোপুরি’ সমর্থন দিয়েছেন।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, ট্রাম্পকে নির্বাচনে জেতানোর লক্ষ্যে কাজ করা রাজনৈতিক কমিটি ‘আমেরিকা প্যাক’-এও অনুদান দিয়েছেন মাস্ক। তবে, অনুদানের পরিমাণটি অপ্রকাশিত।

“আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে পুরোপুরি সমর্থনের পাশাপাশি তার দ্রুত সুস্থতার আশা করছি,” বলেন মাস্ক।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের গ্রামীণ এলাকায় আয়োজিত এক নির্বাচনী প্রচারণায় ট্রাম্প মঞ্চে ওঠার প্রায় ১৫ মিনিট পর তিনি গু..লিবিদ্ধ হন।

বন্দু..কের গু..লি তার ডান কান ভেদ করে চলে যায় ও এর পরপরই তাকে ঘিরে ধরে মঞ্চ থেকে সরিয়ে ফেলেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস সদস্যরা।

আয়োজক কর্তৃপক্ষ বলেছে, এ হামলায় একজন সমর্থক নিহ..ত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।

জরুরি বৈঠকে যেসব সিদ্ধান্ত নিল ঢাবি

বন্দুকধারিও সিক্রেট সার্ভিসের এজেন্টদের গু..লিতে ঘটনাস্থলে নিহত হয়েছেন। পরবর্তীতে পরিচয় শনাক্ত করে দেখা যায়, তার নাম টমাস ম্যাথিউ, যার বয়স ২০ বছর। পেনসিলভানিয়ার গ্রামীণ এলাকা বেথেল পার্কে বাস করতেন তিনি।