আন্তর্জাতিক ডেস্ক : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারের সময় তাকে হত্যার ষড়যন্ত্রের দায়ে একজন আফগান ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছে মার্কিন সরকার।তারা বলছে, ইরানি পরিকল্পনার অংশ হিসেবে ওই ব্যক্তি ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই অভিযোগের ব্যাপারে প্রকাশ করে। সেখানে বলা হয়, অভিযুক্ত ওই ব্যক্তির নাম ফরহাত শাকেরি। ৫১ বছর বয়সী এই ব্যক্তিকে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা দেওয়া হয়েছিল। মার্কিন সরকার জানিয়েছেন, শাকেরিকে গ্রেপ্তার করা হয়নি। তিনি ইরানে আছেন বলে ধারণা করা হচ্ছে।
অভিযোগে আরও বলা হয়, ইরান সরকার শাকেরিকে সাত দিনের মধ্যে হত্যার পরিকল্পনা জমা দিতে বলে। ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনের পরে হত্যা করা সহজ হবে বলে শাকেরিকে জানানো হয়েছিল। কেন না ইরান সরকার মনে করতো ট্রাম্প নির্বাচনে জিতবে না।
দায়িত্ব গ্রহণের অপেক্ষায় ট্রাম্প, বাণিজ্য নিয়ে উদ্বিগ্ন ভারত
মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বে ইরানের মতো অনেকেই আছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। বিচার বিভাগ ইরানি একজনের বিরুদ্ধে অভিযোগ এনেছে। যাকে মার্কিনিদের হত্যা করার দায়িত্ব দেয়া হয়েছিল। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।