আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কিছুক্ষণ পরই শুরু ভোটগ্রহণ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ভোটগ্রহণ। মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইলেক্টোরাল কলেজ সিস্টেমে ২৭০টি আসন পেলেই জয় নিশ্চিত করা সম্ভব। তবে ট্রাম্প ও কমলা ছাড়াও একাধিক প্রার্থী প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রধান এই দুই দলের বাইরেও যুক্তরাষ্ট্রে অন্যান্য কিছু ছোট রাজনৈতিক দল রয়েছে। সেগুলোর মধ্যে লিবার্টারিয়ান, গ্রীন, ইন্ডিপেনডেন্ট পার্টির মতো দলগুলোকে কখনো কখনো প্রেসিডেন্ট পদে প্রার্থী ঘোষণা করতে দেখা যায়। যদিও ওই প্রার্থীদের নিয়ে খুব একটা আলোচনা হয় না এবং তারা নির্বাচনে বিজয়ীও হননি।
বাড়ির ছাদে বাংলা গানে দুর্দান্ত ড্যান্স দিলো সুন্দরী বৌদি, ভাইরাল ভিডিও
তবে এবার মুসলিম ভোটারদের মধ্যে গ্রিন পার্টিকে সমর্থন দেওয়ার প্রবণতা দেখা গেছে। আলোচনায় রয়েছেন লিবার্টারিয়ান পার্টির প্রাথী চেজ অলিভারও। তবে শেষ পর্যন্ত তাদের কেউই জয়ের বন্দরে পৌঁছাতে পারবেন এমন সম্ভাবনা কম। তাই ট্রাম্প ও হ্যারিসের মধ্যেই নির্ধারিত হবে কে প্রবেশ করবেন হোয়াইট হাউজে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।