Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সাংবাদিকের অভিযোগ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
আন্তর্জাতিক স্লাইডার

বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সাংবাদিকের অভিযোগ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

Saiful IslamFebruary 16, 20253 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনোরকম ভূমিকা থাকার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ওয়াশিংটন ডিসিতে দ্বিপক্ষীয় বৈঠকের আগে এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। এ সংক্রান্ত একটি ভিডিও প্রচার করেছে অনলাইন এনডিটিভি। তাতে দেখা যায়, ভারতীয় এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করছেন।

Trump-Modi

ওই সাংবাদিক বলেছেন, আপনি (ট্রাম্প) বাংলাদেশ ইস্যুতে কী বলবেন। আমরা দেখেছি এবং এটা স্পষ্ট যে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের সঙ্গে যুক্ত ছিল। এছাড়া মুহাম্মদ ইউনূসও (প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস) জুনিয়র সরোসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সুতরাং বাংলাদেশ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কী? জবাবে ট্রাম্প বলেন, এতে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী (মোদি) দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।

শত শত বছর তারা কাজ করছে। সত্যি বলতে এ বিষয়ে পড়েছি। তবে বাংলাদেশ ইস্যুতে বলার জন্য আমি প্রধানমন্ত্রীর (মোদি) ওপর ছেড়ে দেবো। তবে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ ইস্যুতে কোনো জবাব দেননি। তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা শুরু করেন। প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে গেছেন মোদি। সেখানে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশ নেন। বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন ট্রাম্প। তবে পরে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশ সম্পর্কে আমরা বিবৃতিতে বলি এটি এমন একটি বিষয়, যা নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তন নিয়ে নিজের উদ্বেগ এবং দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী (মোদি)।

একই সঙ্গে পরিস্থিতিকে ভারত কীভাবে দেখে তা তুলে ধরেন তিনি। বিক্রম মিশ্রি আরও বলেন, আমরা আশা করি বাংলাদেশ পরিস্থিতি সামনে এমন দিকে অগ্রসর হবে, যাতে আমরা একটি গঠনমূলক এবং স্থিতিশীল সম্পর্ক রাখতে পারি। কিন্তু পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে এসব বিষয়ে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মোদি। ওদিকে একজন স্বাধীন বৈদেশিক নীতি বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত মার্কিন ফরেন সার্ভিস অফিসার জন ড্যানিলোভিজ এই বৈঠকের পরে বলেছেন, ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশের সেভাবে স্থান নেই। ভারতের উদ্বেগের কথা যুক্তরাষ্ট্র শুনলেও, ইতিমধ্যে তারা তাদের নীতি ঠিক করে ফেলেছে।

উল্লেখ্য, মোদির এই সফরকে যুক্তরাষ্ট্রের সামরিক বিক্রি ভারতে বৃদ্ধির চেষ্টা হিসেবে অভিহিত করেছে বিবিসি। তারা এক প্রতিবেদনে লিখেছে, ট্রাম্প ২০২৫ সাল থেকে ভারতে সামরিক বিক্রি বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে আছে এফ-৩৫ যুদ্ধবিমান। আছে তেল ও গ্যাস রপ্তানি। এ বিষয়ে একটি বাণিজ্যিক চুক্তিতে একমত হয়েছে উভয় পক্ষ। একই সঙ্গে একটি নতুন প্রতিরক্ষা বিষয়ক ফ্রেমওয়ার্কের বিষয়েও তারা একমত হয়েছেন। ট্রাম্প আরও নিশ্চিত করেছেন যে, ২০০৮ সালে মুম্বইয়ে সন্ত্রাসী হামলায় অভিযুক্ত শিকাগোর ব্যবসায়ী তাহাব্বুর রানাকে ভারতের হাতে তুলে দেয়া অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এক মাসেরও কম বয়সী ট্রাম্প সরকারের কাছ থেকে এটাকে অনেক বড় পাওয়া বলে মন্তব্য করেছেন উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের মাইকেল কুগেলম্যান ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘ভারতীয় অভিযোগ আন্তর্জাতিক ইস্যুতে করলেন ট্রাম্প প্রত্যাখ্যান বাংলাদেশ সাংবাদিকের স্লাইডার
Related Posts
তৃতীয় সন্তান

তৃতীয় সন্তান হলে ১২ লাখ টাকা বোনাস, সঙ্গে মিলবে এক বছরের বেতনসহ ছুটি

December 23, 2025
গর্ভবতী

বিয়ের পর টানা ১০ বছর গর্ভবতী ছিলেন তরুণী, এবার থামতে চান

December 23, 2025
‘ওর দিল্লি কেড়ে নেব’ মমতার হুংকার

দিল্লি কেড়ে নেওয়ার হুঙ্কার দিলেন মমতা

December 23, 2025
Latest News
তৃতীয় সন্তান

তৃতীয় সন্তান হলে ১২ লাখ টাকা বোনাস, সঙ্গে মিলবে এক বছরের বেতনসহ ছুটি

গর্ভবতী

বিয়ের পর টানা ১০ বছর গর্ভবতী ছিলেন তরুণী, এবার থামতে চান

‘ওর দিল্লি কেড়ে নেব’ মমতার হুংকার

দিল্লি কেড়ে নেওয়ার হুঙ্কার দিলেন মমতা

শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ

শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ করে দিলেন বিক্ষোভকারীরা

Hadi

হাদির ডিএনএ নমুনা সংরক্ষণের নির্দেশ

বিশ্ববাজারে স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

BD

আগরতলা-শিলিগুড়িতেও ভিসা সেবা স্থগিত

therapist

‘কাডল থেরাপি’, ১ ঘণ্টা জড়িয়ে ধরে ইনকাম ৭ হাজার টাকা

প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

Visa

ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস বন্ধ করল বাংলাদেশ

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.