আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাঠ জমজমাট হতে শুরু করেছে। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই প্রথম বিতর্ক হতে যাচ্ছে। এর আগে এক বেফাঁস মন্তব্য করে আলোচলায় ঘি ঢেলে দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, এবারের নির্বাচনে জেতার পর তাঁর সঙ্গে প্রতারণাকারীদের শাস্তি দেবেন। প্রতারণাকারী বলতে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময়কার কথা উল্লেখ করেন রিপাবলিকান এই নেতা। ওই নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে গিয়েছিলেন তিনি।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘যারা প্রতারণা করেছে, আমি জয়ী হওয়ার পর তাদের আইনের আওতায় এনে কঠিন বিচার করা হবে। তাদের দীর্ঘমেয়াদী কারাদণ্ড হতে পারে, যাতে করে বিচারের অবমাননা না হয়।’
২০২০ সালের নির্বাচনে তাঁর বিরুদ্ধে কারচুপি করা হয়েছে দাবি করে ট্রাম্প লেখেন, এ জন্য ২০২৪ সালের নির্বাচন কড়া পেশাদার নজরদারিতে থাকবে। তিনি সতর্ক করে দিয়ে লেখেন, এর ফলে আইনজীবী, রাজনৈতিক কর্মী, দাতা, অবৈধ ভোটার ও দুর্নীতিগ্রস্ত নির্বাচনী কর্মকর্তারাও আইনের আওতায় আসবেন।
কিন্তু কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেন, তিনি ওই নির্বাচনে হেরেছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রধান দুই প্রার্থীর বিতর্ক। আগামী মঙ্গলবার প্রথমবারের মতো নির্বাচনী বিতর্কে মুখোমুখি হতে চলেছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। এই বিতর্কে নজর থাকবে কোটি মানুষের। নির্বাচনী প্রচারে অনেকটা ফুরফুরে থাকা কমলা বিতর্কে বাক্যবাণে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে পরাস্ত করবেন বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।
প্রেসিডেন্ট নির্বাচনের আগের বিভিন্ন জনমত জরিপ অনুযায়ী, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে অনেকটা এগিয়ে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কমলা ও ট্রাম্পের মধ্যকার প্রথম বিতর্কেও এগিয়ে রাখা হচ্ছে ডেমোক্র্যাট কমলাকে। যদিও গত জুনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে হেরেছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।