আন্তর্জাতিক ডেস্ক : সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় ডোনাল্ড ট্রাম্পের বিচার নিউইয়র্কের আদালতে শুরু হয়েছে। বিবিসি জানিয়েছে, এই প্রথম কোনো ফৌজদারি মামলায় মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরু হচ্ছে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ চার বছরের জেল হতে পারে ট্রাম্পের। তবে কারাদণ্ড এড়াতে জরিমানাও হতে পারে তার।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্নো তারকাকে মোটা অংকের ঘুষ দেওয়া হয়েছিল। মুখ বন্ধ রাখতে ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন ড্যানিয়েলসকে প্রায় এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন বলে দাবি করেছেন।
ধারণা করা হচ্ছে, সোমবার থেকে শুরু হওয়া এই বিচার ছয় কিংবা আট সপ্তাহ স্থায়ী হতে পারে। ট্রাম্পের বিরুদ্ধে মোট ৩৪টি অভিযোগ আনা হয়েছে। তিনি অবশ্য সবকটি অভিযোগ অস্বীকার করেছেন।
নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার আগে ট্রাম্পের এই বিচারকে নজিরবিহীন হিসেবে দেখা হচ্ছে।
২০১৬ সালে ডেমোক্র্যাট প্রার্থী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটনকে হারিয়ে ক্ষমতায় আসীন হন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ২০২০ সালে দ্বিতীয় মেয়াদের লড়াইয়ে তিনি হেরে যান বাইডেনের কাছে। ট্রাম্প এখনো সেই পরাজয় স্বীকার করেননি, উল্টো প্রমাণাদি ছাড়াই বারবার অভিযোগ করে আসছেন, গত নির্বাচনে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। এ বছর নির্বাচন হবে ৫ নভেম্বর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।