জুমবাংলা ডেস্ক : ফেনীর সোনাগাজীতে বোমা বিস্ফোরণে এক যুবকের হাতের কবজি উড়ে যাওয়ার ঘটনায় পাঁচজনের নামে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) সকালে সোনাগাজী মডেল থানার এসআই কামাল উদ্দিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলা নম্বর : ১৪, তারিখ : ১৪-০৭-২০২৩।
মামলার আসামিরা হলেন, আবদুল আজিজ, আহত যুবক আবদুল্লাহ আল নোমান ও আজিজের বড় ভাই মোমিনুল হকসহ অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন।
এদিকে প্রধান আসামি আবদুল আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজিজ বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের ছমাদ আলী ভূঞা বাড়ির রুহুল আমিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল নোমান বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের নানার বাড়ি ছমাদ আলী ভূঞা বাড়িতে বেড়াতে যান। বন্ধু আবদুল আজিজের ঘরে বসে ইউটিউব দেখে নোমান রাত ৮টার দিকে বোমা তৈরি করছিলেন। এ সময় বিকট শব্দে বিস্ফোরণে নোমানের বাম হাতের কবজি উড়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ প্রকৃত ঘটনা তদন্ত করছে। গ্রেপ্তার আসামিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।