তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC) সেমিকন্ডাক্টর উৎপাদনে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে। ট্রেন্ডফোর্সের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির রাজস্ব বাজার শেয়ার ৭০.২% এ পৌঁছেছে। গত প্রান্তিকের ৬৭.৬% থেকে এই উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে।
সারাবিশ্বে স্মার্টফোন, এআই, পিসি এবং সার্ভার পণ্যের চাহিদা বৃদ্ধি এই সাফল্যের মূল কারণ। পূর্বের প্রান্তিকের তুলনায় সামগ্রিক শিল্পের রাজস্ব ১৪.৬% বৃদ্ধি পেয়েছে। TSMC-র প্রান্তিক আয় বৃদ্ধি হয়েছে ১৮.৫%। কোম্পানির আয় এই প্রান্তিকে ৩০.২৩৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
TSMC-র প্রধান প্রতিদ্বন্দ্বী স্যামসাং এর বাজার শেয়ার এই সময়ে ৭.৭% থেকে কমে ৭.৩% হয়েছে। তবে স্যামসাং এর প্রান্তিক আয় বৃদ্ধি ৯.২% হয়েছে। কোরিয়ান এই কোম্পানিটির আয় দাঁড়িয়েছে ৩.১৫৯ বিলিয়ন মার্কিন ডলার।
২০২৬ সালের মধ্যে TSMC-র বাজার শেয়ার ৭৫% এ পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। কোম্পানির ২ন্যানোমিটার প্রযুক্তির চাহিদা বৃদ্ধিই এটির মূল কারণ। Apple ইতিমধ্যেই এই প্রযুক্তির প্রথম উৎপাদন সুরক্ষিত করেছে। Qualcomm, MediaTek এবং Broadcom-এর অর্ডারও TSMC-র বৃদ্ধিকে ত্বরান্বিত করবে।
TSMC তাদের আধিপত্য ধরে রাখতে ১.৪ন্যানোমিটার চিপ উৎপাদনের জন্য ৪৯ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। তবে স্যামসাং তাদের ২ন্যানোমিটার GAA প্রযুক্তি এবং Exynos 2600 চিপসেট নিয়ে প্রতিযোগিতা জোরদার করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।