আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির তালিকায় ঢুকে পড়েছে তাইওয়ানের চিপ নির্মাতা কোম্পানি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। একইসঙ্গে এশিয়ার সবচেয়ে দামি কোম্পানির তকমা পেয়েছে এ চিপ জায়ান্ট কোম্পানিটি।
বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, গত সোমবার শেয়ার বাজারে টিএসএমসি-এর বাজার মূল্য ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১১৭ লাখ ৫০ হাজার কোটি টাকারও বেশি, যেখানে বাংলাদেশের বর্তমান বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।
টেসলাকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি কোম্পানির তালিকায় সপ্তম অবস্থানে উঠে এসেছে কোম্পানিটি। বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি ১০টি কোম্পানির তালিকায় নেতৃত্ব দিচ্ছে মাইক্রোসফট ও অ্যাপল। এর পরে রয়েছে আই চিপ জায়ান্ট এনভিডিয়া।
এ তালিকায় পরবর্তী অবস্থান যথাক্রমে গুগল ও অ্যামাজনের, যারা সম্প্রতি দুই ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। তালিকায় ষষ্ঠ অবস্থানে নেমে গেছে সৌদি তেল জায়ান্ট ‘আরামকো’, যেখানে পরবর্তী অবস্থান যথাক্রমে টিএসএমসি ও টেসলার।
এআই প্রযুক্তির উত্থানের পর গোটা বিশ্বেই চিপের চাহিদা বেড়েছে, যেখানে আরো টেকসইভাবে বিস্তৃত হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে এ খাত। চিপনির্মাতা কোম্পানিগুলো শুধু বিনিয়োগকারীদেরই আকৃষ্ট করছে না; বরং তারা সরকারিভাবেও ভর্তুকি পাচ্ছে। আর এর মাধ্যমেই এগিয়ে যাচ্ছে কোম্পানিগুলো।
সেমিকন্ডাক্টর বা চিপ তৈরিতে তাইওয়ানের সুনাম পৃথিবীব্যাপী। চলতি বছর এখন পর্যন্ত তাদের শেয়ারের মূল্য ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে- যার মূল কারণ হচ্ছে কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।