লাইফস্টাইল ডেস্ক : প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম উপাদান গাছ। ঘরের শোভাবর্ধনেও সবুজের বিকল্প নেই। আজকাল যদিও ঘরবাড়ির আয়তন ছোট। তবুও অনেকে শখের বশে ঘরে টবে গাছ লাগান। অল্প আলোতে এবং ঘরের ভেতর বেঁচে থাকার ক্ষমতাসম্পন্ন গাছগুলো হলো হাউসপ্লান্ট। ঘর আর অফিস সাজাতেই এগুলোকে বেশি দেখা যায়। তবে কিছু কিছু গাছ শুধু সৌন্দর্যই বৃদ্ধি করে না, ঘরের মধ্যে জমে থাকা বিষাক্ত বায়বীয় পদার্থ শোষণ করে পরিবেশ সুষ্ঠু রাখে। বিশেষ করে গ্রীষ্মকালে এ ধরনের গাছগুলোর জুড়ি নেই।
পিস লিলি : চমৎকার একটি বায়ু পরিশোধক গাছ। অল্প আলোতেই এই গাছ বেড়ে ওঠে। সরাসরি সূর্যের আলোতে না রাখাই ভালো। এ ছাড়াও হলুদ পাতা বুঝিয়ে দেবে সে প্রয়োজনের চেয়ে বেশি রোদ পাচ্ছে। স্বাভাবিক পরিমাণে পানি দিলেই যথেষ্ট। এটি ঘরের বাতাস থেকে বেনজিন, ট্রাইক্লোরোইথিলিন, ফর্মালডিহাইড, জাইলিন শোষণ করে। বিড়াল, কুকুর আর বাচ্চাদের কাছ থেকে দূরে রাখুন এ গাছ। কারণ এটাও কচু গাছের মতোই গলায় বা পেটে গেলে চুলকাবে। তবে গ্রীষ্মে ফুটবে খুব চমৎকার সাদা ফুল।
স্পাইডার প্লান্ট : দুই পাশ সাদা মাঝখানে সবুজ পাতাবহুল ঘাসের মতো গাছ। ছোট ছোট সাদা ফুল ফোটে। গোড়ার মাটি শুকিয়ে গেলে তারপর পানি দিন। সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখুন। ঝুড়িতে ঝুলিয়ে সাজিয়ে রাখা যায়। এটি বেনজিন, ফর্মালডিহাইড, চামড়ায় ও রাবার থেকে নির্গত দূষণ শোষণ করে।
ব্যাম্বো পাম : অফিসগুলোতে সবচেয়ে পরিচিত গাছের মধ্যে এটি একটি। দেখতে ছোট নারিকেল গাছের মতো। আসবাবপত্রের পাশে ছায়াযুক্ত জায়গায় রেখে দিন। আসবাবপত্র থেকে নির্গত দূষণ শুষে নিবে। খুব বেশি পানি দিলে শিকড় পচে যেতে পারে। এ ছাড়াও পানি যেন জমে না থাকে সেদিকে খেয়াল রাখবেন।
লাকি ব্যাম্বো : আলো পছন্দ করে কিন্তু সরাসরি সূর্যের আলোতে পাতা পুড়ে যায়। তেমন কোনো সার বা পরিচর্যার প্রয়োজন পড়ে না। বেঁচে থাকার ক্ষমতা বেশি। বাতাস পরিশোধন করে না কিন্তু ঘর সাজাতে অনেক চমৎকার একটি গাছ।
গোল্ডেন পথোস বা মানিপ্লান্ট : যেকোনো পরিবেশে বেঁচে থাকার অদ্ভুত ক্ষমতা রাখে। আলো ছাড়াও বেঁচে থাকতে পারে, তেমন কোনো যত্নেরও প্রয়োজন হয় না। আপনার ঘরের যেকোনো কোনায় রেখে দিতে পারেন এই লতানো গাছটিকে, চুপচাপ বসে আপনার ঘরের দূষণ শোষণ করে বাতাসকে বাসযোগ্য করে রাখবে। এটা শোষণ করে বেনজিন, ট্রাইক্লোরোইথিলিন, ফর্মালডিহাইড, জাইলিন।
একটা টবে গাছ এক বছরের বেশি রাখবেন না। গাছগুলো ঘরের এক জায়গায় না রেখে বিভিন্ন জায়গায় রাখুন। মাঝেমধ্যে জায়গা অদলবদল করে দিন। বারান্দায় এনেও রাখতে পারেন যেন খোলা আলো-বাতাস পায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।